নয়াদিল্লি: আইপিএলের সদ্য সমাপ্ত মরশুমটা দিল্লি ক্যাপিটালসের জন্য খুবই হতাশাজনক কেটেছিল। শুরুতেই টানা পাঁচ ম্যাচ হেরে যায় দিল্লি। শেষমেশ ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে হতাশাজনক মরশুম শেষেও কিন্তু ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও হেড কোচ রিকি পন্টিংয়েই (Ricky Ponting) আস্থা রাখছেন রাজধানীর ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা।


সৌরভ ও পন্টিং যে নিজেদের পদে ধরে রাখছেন তা দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল (Parth Jindal) কার্যত নিশ্চিত করে দিলেন। দিল্লির তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও, পার্থ নিজের সোশ্যল মিডিয়ায় লেখেন, 'রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে দিল্লি ক্যাপিটালস পরবর্তী মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমি সমর্থকদের আশ্বস্ত করতে চাই যে আমি এবং কিরণ, দলটিকে একেবারে শীর্ষে দেখার জন্য যা যা করণীয় তার সবটাই করছি।'


 






তবে সৌরভ, পন্টিং নিজেদের পদে বহাল থাকলেও, দিল্লি ফ্র্যাঞ্চাইজি কিন্তু নিজেদের কোচিং স্টাফে কাটছাঁট করতে চলেছে বলেই খবর। গত মরশুমে পন্টিংয়ের সহকারী কোচের ভূমিকা পালন করেছেন শেন ওয়াটসন। আরেক অজি প্রাক্তনী জেমস হোপস ছিলেন দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। এই দুই অজিকেই আসন্ন মরশুমের আগে ছেড়ে দেওয়া হবে বলেই খবর। প্রবীণ আমরে কিন্তু দিল্লির তরুণদের উন্নতিতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন। তাঁর কাজে ফ্র্যাঞ্চাইজি বেশ প্রভাবিত। তাই তাঁকে হয়তো আসন্ন দিনে আরও বড় ভূমিকায় দেখা যেতে পারে।


গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, 'ফ্র্যাঞ্চাইজি কিন্তু ওয়াটসন ও হোপের বদলে পরিবর্ত হিসাবে অন্য কাউকে আনতে আগ্রহী নয়। ম্যানেজমেন্ট কিছুটা সাপোর্ট স্টাফ কমাতেই আগ্রহী। আমরে ২০১৫ সাল থেকে তরুণদের সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ কাজ করেছেন। দল পুনর্গঠনের জন্য তাঁকে সমস্ত স্বাধীনতা দেওয়া হবে। ২০১৯ থেকে ২০২২ সালে দিল্লির সাফল্যের কৃতিত্ব অনেকটাই কিন্তু পন্টিং এবং আমরের।' 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?