নয়াদিল্লি: আজ থেকেই শুরু হয়েছে বহু প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ় (The Ashes 2025-26)। পারথে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের (AUS vs ENG) মধ্যে এক রুদ্ধশ্বাস প্রথম দিনের খেলা শেষ হয়েছে। প্রথম দিনে খুব বেশি রান না উঠলেও মোট ১৯টি উইকেট পড়ে। এই নিয়েই খোঁচা দিলেন আর অশ্বিন (R Ashwin)।
দিন পাঁচেক আগেই ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ মাত্র আড়াই দিনে শেষ হয়ে যায়। সেই ম্যাচের পিচ নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ইডেনের পিচ টেস্ট ম্যাচের জন্য একেবারেই আদর্শ ছিল না বলে ইঙ্গিত করেন। সম্ভবত সেই প্রসঙ্গের ভিত্তিতেই অশ্বিন অ্যাশেজের প্রথম দিনে ঝুরি ঝুরি উইকেট পড়া নিয়ে খোঁচা দিলেন।
ভারতের কিংবদন্তি স্পিনার নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আজ পারথে মাত্র মাত্র ১৯টি উইকেট পড়েছে। তবে গোটা দিনজুড়ে দুরন্ত ক্রিকেট খেলা হয়েছে। এবাবা! কাল যদি এই একই ঘটনা গুয়াহাটিতেও ঘটে তো?' এই পোস্টের সঙ্গে একটি GIF যোগ করেন অশ্বিন, সেখানেই দ্বিচারিতা কথাটির উল্লেখ রয়েছে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিনে পড়েছিল ১৭ উইকেট। সেই নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সেখানে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিন পড়ল ১৯টি উইকেট। পারথে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার লড়াইয়ের প্রথম দিনে নজর কাড়লেন মিচেল স্টার্ক (Mitchell Starc) ও বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ডের ১৭২ রানের জবাবে দিনশেষে অজ়িদের স্কোর ১২৩ রানের বিনিময়ে নয় উইকেট। আপাতত ৪৯ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
এদিন টসে জিতে ইংল্যান্ডই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে স্টার্কের আগুন বোলিংয়ে ইংল্যান্ড ব্যাটাররা ছারখার হয়ে যায়। কেবল হ্য়ারি ব্রুকই অর্ধশতরানের গণ্ডি পার করতে সক্ষম হন। অলি পোপল ৪৬ রানের ইনিংস খেলেন। জবাবে অস্ট্রেলিয়াও নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে। শুরুতে জোফ্রা আর্চার এবং ব্রাইডন কার্সের দুইটি করে উইকেট নেওয়ার পর অধিনায়ক বেন স্টোকস অজ়ি ব্যাটিং লাইন আপে ধস নামান। পাঁচটি উইকেট নেন তিনি। অজ়িদের হয়ে অ্যালেক্স ক্যারি সর্বাধিক ২৬ রান করেন।