নয়াদিল্লি: ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপের (Asia Cup 2025) মহারণ। মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামা ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিলক বর্মা (Tilak Varma)। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) তিলক। তাঁর উপস্থিতি ভারতীয় দলের জন্য অপরিহার্য। তবে সেই এশিয়া কাপ টুর্নামেন্টের আগেই দলীপ ট্রফি (Duleep Trophy) থেকে সরে দাঁড়াতে হল তিলককে।

দলীপ ট্রফিতে শুধু দক্ষিণাঞ্চলের দলেই নির্বাচিত নয়, দলের অধিনায়ক হিসাবেও দায়িত্ব পেয়েছিলেন তিলক। উত্তরাঞ্চলের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের সেমিফাইনালে মাঠে নামবে দক্ষিণাঞ্চল। সেই ম্যাচটি এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের একেবারে গায়ে গায়েই শেষ হওয়ায় তিলকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ ঘিরে সবসময়ই সংশয় ছিল। শেষমেশ তাঁকে সরে দাঁড়াতে হল। অবশ্য তিলক সরে দাঁড়িয়েছেন, না নির্বাচকদেরই বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত নিতে হয়েছে, সেটা স্পষ্ট নয়।

তিলকের অবর্তমানে দলের সহ অধিনায়ক হিসাবে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া মহম্মদ আজহারউদ্দিন দক্ষিণাঞ্চলকে নেতৃত্ব দেবেন। তিলকের পাশাপাশি আর সাই কিশোরকেও দলীপ ট্রফির সেমিফাইনালের  জন্য দলে পাবে না দক্ষিণাঞ্চল। তাঁর হাতের চোট এখনও সারেনি। এই দুই তারকার বদলে দক্ষিণাঞ্চলের নির্বাচকরা অঙ্কিত শর্মা ও শেখ রশিদকে বিকল্প হিসাবে ঘোষণা করেছেন। সদ্যই ইংল্যান্ডে ভারতীয় দলের হয়ে প্রথমবার ডাক পাওয়া নারায়ণ জগদীশান দক্ষিণাঞ্চলের সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব পেলেন।

প্রসঙ্গত, এই এশিয়া কাপে এমন এক ঘটনা ঘটতে পারে যা সাম্প্রতিক অতীতে শেষ কবে হয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে। লোকসভায় সদ্যই প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫ পাশ হয়েছে। এই বিল পাশ হওয়ার ফলে একাধিক গ্যাম্বলিং অ্যাপ বন্ধ হয়েছে। বিসিসিআইয়ের সঙ্গে ভারতীয় দলের জার্সির প্রাথমিক স্পনসর হিসাবেও ড্রিম ১১-র চুক্তি ভঙ্গ করা হয়েছে। এর ফলে আপাতত টিম ইন্ডিয়ার কোনও জার্সি স্পনসরই নেই। অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পরেই গতকাল বিসিসিআইয়ের আধিকারিকরা এক জরুরি বৈঠকে বসেন। অন্তর্বর্তীকালীন বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা এই বৈঠকের নেতৃত্বে ছিলেন। আধিকারিকরা তড়িঘড়িই জার্সির জন্য নতুন স্পনসর খোঁজার লক্ষ্যে রয়েছেন। সেই লক্ষ্যে তারা দ্রুতই সফল হবেন বলেও আশাবাদী বোর্ড কর্তারা।

এশিয়া কাপ শুরু হতে যেহেতু আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। তবে বোর্ড শুধু এশিয়া কাপের জন্য নয়, বরং ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত জার্সির স্পনসর খোঁজার লক্ষ্যে। তাই এত দ্রুত স্পনসর খুঁজে অ্যাড দেওয়া থেকে প্রমোশন, সবটা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে।