নয়াদিল্লি: সোমবার, ২২ অগাস্টই আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ১৭ জনের ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হয়। সেই দলে সবচেয়ে বড় চমক হলেন তিলক ভার্মা (Tilak Varma)। জাতীয় দলের হয়ে ক্যারিবিয়ান সফরেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছেন তিলক। সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তবে এখনও পর্যন্ত ওয়ান ডেতে জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলেননি তিনি। তা সত্ত্বেও তাঁকে এশিয়া কাপের দলে রাখা হয়েছে। এই সুযোগ পেয়ে তিলক নিজেও খানিকটা বিস্মিত।


সম্প্রতি ভারতীয় বোর্ডের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। সেখানেই তিলক এশিয়া কাপে সুযোগ পাওয়ার পর নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, 'আমি যে সরাসরি এশিয়া কাপে নিজের ওয়ান ডে অভিষেক ঘটাব, সেটা কোনদিনও স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, ভারতের  হয়ে ওয়ান ডে খেলার স্বপ্ন দেখতাম। তবে এটা নিঃসন্দেহে আমার জন্য বিরাট সৌভাগ্যের। এই বছরই আমি টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়েছি। তার এক মাসের মধ্যেই যে ওয়ান ডেতে এশিয়া কাপে সুযোগ পাব, সেটা ভাবিনি। এটা অনেক বড় সুযোগ আমার কাছে এবং আমি সেইভাবেই নিজেকে প্রস্তুতও করছি।'


তবে এশিয়া কাপের জন্য জাতীয় দলে ডাক পেয়ে খানিকটা বিস্মিত হলেও, ৫০ ওভারের ফর্ম্যাটে ভাল পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। 'আমি তো বহুদিন ধরেই লিস্ট এ ক্রিকেট খেলেছি, তাই ওয়ান ডে ক্রিকেট খেলাটা আমার কাছে খুব একটা চাপের হবে না। লিস্ট এ-তে আমিও ভাল পারফর্ম করেছি এবং আমার দলও সাফল্য পেয়েছে। তাই ওয়ান ডে ফর্ম্যাটে ভাল পারফর্ম করার বিষয়ে আমি আত্মবিশ্বাসী এবং ভারতের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।' বলেন তরুণ ভারতীয় ব্যাটার।


এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল:-


রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারহার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।


স্ট্যান্ড বাই: সঞ্জু স্যামসন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ঠিক কোথায় চাহালকে টেক্কা দিলেন কুলদীপ? জানিয়ে দিলেন গাওস্কর