জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছেন তিনি। সঞ্জু স্যামসনের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে পরপর দুই টি-২০ ম্যাচে সেঞ্চুরি করেছেন। ঘাড়ে ট্যাটু, হেয়ারস্টাইল, সাফল্যের অভিনব সব সেলিব্রেশন - ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয় হয়ে উঠতে যেন তৈরি তিলক বর্মা (Tilak Verma)।


ভারতীয় দলের তরুণ কি এবার অভিনয় জগতে নাম লেখাচ্ছেন? কৌতূহল তৈরি হয়ে গেল ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কথায়। যিনি চতুর্থ টি-২০ ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে জেতার পর দুই সেঞ্চুরি করা সতীর্থের সঙ্গে মেতে উঠলেন খুনসুটিতে।.


আরও পড়ুন: ১১ রানে রুদ্ধশ্বাস জয়, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠবে বাংলা? কী বলছে অঙ্ক?


শুক্রবার জোহানেসবার্গে সিরিজের শেষ টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) পর্যুদস্ত করে জেতে ভারত। যে জয়ের নায়ক দুই ব্যাটার - সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। দুজনই সেঞ্চুরি করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তোলার নজির গড়ে ভারত।


ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের জন্য তিলক ও সঞ্জুর সাক্ষাৎকার নেন সূর্যকুমার। স্বাভাবিকভাবেই সিরিজ জেতার পর খোশমেজাজে ছিলেন স্কাই। দুই সতীর্থের সঙ্গেই তুমুল খুনসুটি করেন। সূর্যই ফাঁস করেন যে, দলে তিলকের ডাকনাম অল্লু অর্জুন। সুপারহিট পুষ্পা সিনেমার নায়কের নামেই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে নামকরণ করা হয়েছে তিলকের।


সূর্য বলেন, 'তুই কি পুষ্পা থ্রি-তে অভিনয় করবি? আমাদের অল্লু অর্জুন? তোর লম্বা চুলের হেয়ারস্টাইল কি অল্লু অর্জুনকে দেখেই রাখা?' তিলক হেসে জবাব দেন, 'সূর্য ভাই আমার লম্বা চুল দেখে প্রথমদিনই নাম দিয়েছিল অল্লু অর্জুন। আর সূর্য ভাই কিছু বলা মানে ব্যস, সেই নামই ড্রেসিংরুমে পরিচিত হয়ে যায়।' যোগ করেন, 'আমি লম্বা চুলটা শখ করে রেখেছি। হেলমেটের নীচে চুলটা নেমে থাকবে, সেটা অনুভব করব, এই ভেবেই লম্বা চুল রাখা। অভিনয় করার কোনও ইচ্ছা নেই। ক্রিকেট মাঠেই যা করার করব। মাঠে ও মাঠের বাইরে পরিশ্রম করে যাব।'


আরও পড়ুন: আচমকাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন শুভমন, কী হল তরুণ ব্যাটারের?




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।