পারথ: অস্ট্রেলিয়া পৌঁছনো ইস্তক যেন উদ্বেগে জেরবার ভারতীয় শিবির। এমনিতেই টেস্ট সিরিজের শুরুর দিকে রোহিত শর্মা খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি হিটম্যান। তবে শুক্রবার, ১৬ নভেম্বর রাতের দিকেই জানাজানি হয় যে, রোহিতের পুত্রসন্তান হয়েছে। তারপর প্রথম টেস্টের আগে তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছে যান কি না, তা নিয়ে কৌতূহলী সকলেই।
তবে তার মাঝেই চোট পেয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি করেছিলেন কে এল রাহুল। তবে এখানেই শেষ নয়। এবার আঙুলে চোট পেলেন শুভমন গিল (Shubman Gill)। সেই চোট এমনই গুরুতর যে, পারথ টেস্টে পাঞ্জাবের তরুণের খেলা নিয়েই সংশয় তৈরি হয়ে গিয়েছে।
২২ নভেম্বর পারথে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু। তার আগে হাতে মাত্র দিন পাঁচেক সময়। প্রথম টেস্টের আগে কোনও অস্ট্রেলীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে না ভারত। তবে নিজেদের মধ্যে দুটি দল গড়ে ম্যাচ পরিস্থিতিতে প্র্যাক্টিস করছে। আর সেই প্র্যাক্টিসের মাঝেই বিপত্তি। ভারত এ বনাম ভারত প্রস্তুতির মাঝেই ঘটেছে দুর্ঘটনা।
কী হয়েছে শুভমনের? ওয়াকা মাঠে (WACA Ground in Perth) স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন শুভমন। এমনিতেই ওয়াকা বিশ্বের অন্যতম দ্রুত গতিসম্পন্ন পিচ বলেই পরিচিত। বল পড়ে দ্রুত গতিতে ব্যাটারের দিকে যায়। বল ব্যাটের কানা ছুঁলেই পলক ফেলার আগেই তা স্লিপ কর্ডনে পৌঁছে যায়। সেরমকই একটি বল তালুবন্দি করতে গিয়ে চোট পেয়েছেন শুভমন।
টেস্টে ভারতীয় ব্যাটিং অর্ডারে তিন নম্বরে মোটামুটি নিজের জায়গা পাকা করে ফেলেছেন শুভমন। রোহিত ও যশস্বী জয়সওয়াল ইনিংস ওপেন করেন। তিনে গিল ভারতের ভরসা। তবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় চোট পান গিল। বাঁহাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন গিল। বাকি দিন তিনি আর মাঠে ফিরতে পারেননি।
শুভমনের চোট ঠিক কতটা গুরুতর, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রথম টেস্টে তিনি আদৌ খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। তবে ভারতীয় শিবির যে স্বস্তিতে নেই, তা বলার অপেক্ষা রাখে না।