লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) ভারতীয় বোলাররা শুরুটা মন্দ করেননি। ৭৬ রানেই মহম্মদ শামি, সিরাজের দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া (Australian Cricket Team) তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু তারপরেই ট্রাভিড হেড (Travis Head) ও স্টিভ স্মিথের (Steve Smith) দুরন্ত অপরাজিত পার্টনারশিপে ভর করে প্রথম দিনের শেষে ভারতীয় দলকে চাপে ফেলে দিতে সক্ষম হয়েছেন অজিরা। স্মিথ ও হেডের ২৫১ রানের পার্টনারশিপে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩২৭/৩। তবে আশাহত হতে নারাজ ভারতীয় বোলিং কোচ পারস মামব্রে (Paras Mhambrey)।


সকালে দ্রুত উইকেট


শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়া বিরাট বড় স্কোরের দিকে অগ্রসর হচ্ছে। তবে দ্বিতীয় নতুন বলে প্রথম দিনের শেষবেলায় ভারতীয় বোলাররা যে পরিমাণ সিম, সুইং পেয়েছেন, তাতে আশার আলো দেখছেন পারস। প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন, 'আমার দ্বিতীয় নতুন বল নেওয়ার পর বলটা কিছুটা সিম হচ্ছিল। সুতরাং, সকালের সেশনটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা যদি সকালে কয়েকটি উইকেট নিতে পারি, তাহলে নিঃসন্দেহেই আবার ম্যাচে ফিরে আসব।' 


এই ম্যাচের জন্য ভারতীয় দল চার ফাস্ট বোলার এবং একটি স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। আইসিসির বিচারে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার আর অশ্বিনের জায়গা হয় বেঞ্চে। এই নিয়ে প্রথম দিনে ভারতীয় বোলিং পারফরম্যান্স দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে পিচ এবং পরিবেশ দেখে নেওয়া এই সিদ্ধান্তটা সঠিকই ছিল বলে দাবি করছেন পারস। 


নিয়মানুবর্তিতার অভাব


তিনি বলেন, 'এমন একজন চ্যাম্পিয়ন বোলারকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা সবসময়ই খুব কঠিন। তবে সকালে যেমন পরিস্থিতি ছিল, তাতে বাড়তি একজন ফাস্টবোলারকে খেলানোটা ঠিকই ছিল। অতীতেও তো এমন সিদ্ধান্ত সাফল্য পেয়েছি আমরা। গত ম্যাচেই আমরা চারটি ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছিলাম এবং সকলেই ভাল পারফর্ম করেছিলেন। তবে হ্যাঁ, আমরা আরও নিয়ন্ত্রিত বোলিং করতে পারতাম। শুরুর ১২ থেকে ১৫ ওভারে আমরা দারুণ বল করেছিলাম। তবে সেই নিয়মানুবর্তিতা, সঠিক লাইনে বল করাটা আর আমরা ধরে রাখতে পারিনি। সেই কারণেই আমরা এত রান খরচ করে ফেলেছি।'


আরও পড়ুন: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?