প্রভিডেন্স: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দুবারের চ্যাম্পিয়ন দল। এবারও অন্য়তম ফেভারিট। তার ওপর এবার আবার টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশও। সেই ওয়েস্ট ইন্ডিজ বিরাট জয় পেল টি-২০ বিশ্বকাপে (West Indies vs Uganda)। উগান্ডার বিরুদ্ধে গড়ল রেকর্ড।
প্রভিডেন্সে রবিবার ভারতীয় সময় সকালের ম্যাচে ১৩৪ রানে উগান্ডাকে হারাল ওয়েস্ট ইন্ডিজ়। প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানরা তুলেছিল ১৭৩/৫। জবাবে মাত্র ৩৯ রানে অল আউট হয়ে গেল উগান্ডা। যা টি-২০ বিশ্বকাপে যুগ্মভাবে কোনও দলের সর্বনিম্ন স্কোর। ভয়ঙ্কর বোলিং করলেন আকিল হুসেন। ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে নিলেন ৫ উইকেট! তিনিই হয়েছেন ম্যাচের সেরা।
২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৯ রানে অল আউট হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। ডাচদের সেই ইনিংসই ছিল টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন। রবিবার সেই লজ্জার নজিরে ভাগ বসাল উগান্ডাও।
প্রভিডেন্সের পিচে ব্যাটিং খুব একটা সহজ ছিল না। সেখানে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ় তোলে ১৭৩/৫। ওপেনার জনসন চার্লস ৪২ বলে ৪৪ রান করেন। আইপিএলের ছন্দ টি-২০ বিশ্বকাপেও ধরে রেখেছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করতে অন্যতম প্রধান ভূমিকা ছিল দ্রে রাসের। অলরাউন্ডার রাসেল রবিবার ৬ নম্বরে ব্য়াট করতে নেমে ১৭ বলে অপরাজিত ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। একটা সময় মনে করা হচ্ছিল যে, দেড়শো রানে আটকে যাবে ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস। রাসেলের দাপটেই সেই স্কোর ১৭০ ছাড়িয়ে যায়। উগান্ডা বল হাতে নজর কেড়ে নেয়। দুটি সুযোগ নষ্ট করলেও ফিল্ডিংয়েও নজর কাড়ে। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারদের অনেকেই শুরুটা ভাল করলেও বড় রান পাননি।
তবে রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে উগান্ডা। স্বপ্নের স্পেল আকিলের। বাঁহাতি স্পিনার প্রথম বল থেকেই টার্ন পান। নিখুঁত লাইন-লেংথে আরও বিপজ্জনক হয়ে ওঠেন তিনি। তাঁর দাপটে কোণঠাসা হয়ে পড়ে উগান্ডা। একমাত্র জুমা মিয়াগি ছাড়া আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। জুমা ১৩ রান করেন। সেটাই উগান্ডার ইনিংসের সর্বোচ্চ স্কোর।
আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পরে আধ্যাত্মিক সানিয়া! টেনিস সুন্দরী বেরিয়ে পড়ছেন হজযাত্রায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।