নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 WC 2024) মহারণ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রে যুগ্মভাবে আয়োজিত ২০ দলের এই মেগা টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে। এই বিশ্বকাপের আগেই এক অদ্ভুত ঘটনা ঘটল। আইসিসির হস্তক্ষেপে নিজেদের বিশ্বকাপের জার্সি বদল করতে বাধ্য হল উগান্ডা (Uganda Cricket Team)। 


উগান্ডা এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণ করতে চলেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাদের জার্সিতে রদবদল ঘটাতে বাধ্য করল। কারণ উগান্ডার জার্সি আইসিসির দ্বারা নির্ধারিত নিয়মবিধি ভঙ্গ করছিল। উগান্ডার বিশ্বকাপের জার্সির হাতায় পালকের এক নকশা ছিল। দেশের জাতীয় পাখি ধূসর-মুকুটযুক্ত সারস (গ্রে ক্রাউন্ড ক্রেন) থেকে অনুপ্রেরণা নিয়ে এই জার্সির নকশা বানানো হয়। জার্সির হাতল থেকে এই পালকের নকশা সরিয়ে দেওয়ার জন্যই উগান্ডাকে আইসিসির তরফে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঠিক কী কারণে এমনটা করা হল?


আসলে জার্সির হাতলে পালকের নকশার ফলে স্পনসরদের লোগো সঠিকভাবে বোঝা যাচ্ছিল না। সেই কারণেই জার্সি থেকে পালকের নকশা ছিল সরানোর জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেও নিয়েছে উগান্ডা দল। দলের নতুন জার্সিতে উজ্জ্বল হলুদ রঙের এবং সেই জার্সির হাতলে কিন্তু এই নকশা নেই। উগান্ডা ক্রিকেট সংস্থার জনসংযোগ কর্মকর্তা, 'আইসিসি আমাদের জার্সির নকশা বদলের জন্য বলেছিল। তবে আমাদের হাতে যথেষ্ট সময় ছিল না। তাই জার্সিতে হালকা বদল ঘটানো হয়। তবে প্রাথমিক নকশার মাত্র ২০ শতাংশই বদল করা হয়েছে। বাকিটা তো একই রয়েছে।'


প্রসঙ্গত, উগান্ডার জার্সির নকশার জন্য দেশের ক্রিকেট সংস্থা একটি প্রতিযোগিতার ব্যবস্থা করে। সেই প্রতিযোগিতা থেকে বাছাই করা তিন জার্সির মধ্যে থেকে শেষমেশ এলিজা মাঙ্গেনি নামক এক ব্যক্তির জার্সিকে বেছে নেওয়া হয়। মার্চ মাসেই এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। তবে সেই জার্সিতে বাধ্য হয়েই অল্প বদল ঘটাল উগান্ডা। ৪ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে উগান্ডা। নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁরা কেমন পারফর্ম করে, সেটা দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'ভেবেচিন্তে বাছাই কর', টিম ইন্ডিয়ার টিম ইন্ডিয়ার কোচ নির্বাচনের ক্ষেত্রে পরামর্শ সৌরভের