ওয়েলিংটন: ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) নামার আগে তরুণ ভারতীয় পেসার উমরান মালিকের (Umran Malik) প্রশংসায় পঞ্চমুখ কেন উইলিয়ামসন ()। কিউয়ি (New Zeland Cricket) তারকার নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদে (Sunrisers Haydrabad) খেলেছেন উমরান। খুব কাছ থেকে জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) এই পেসারকে দেখেছেন। এবার প্রতিপক্ষ হিসেবে খেলবেন। কেন উমরানকে অসম্ভব প্রতিভাবান বলছেন। অনেক দিন ভারতীয় দলে তাঁকে দেখা যাবে বলে মনে করেন কেন।
কী বলছেন কেন উইলিয়ামসন?
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের যে ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন উমরান। কিউয়ি অধিনায়ক বলছেন, ''উমরান মালিক একজন অসম্ভব প্রতিভাবান ক্রিকেটার। গত বছর আইপিএলের সময় ওকে খুব কাছে থেকে দেখেছি। দুরন্ত পেস রয়েছে ওর দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে এমন পেস যদি কারও থাকে, তা সত্যিই প্রশংসনীয়। তার মধ্যে যদি ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করার ক্ষমতা থাকে, তবে তা আলাদা মাত্রা যোগ করে।''
উল্লেখ্য, ২০২১ সালে আইপিএলে অভিষেক হয় উমরানের। সেই মরসুমের দ্বিতীয় ভাগে টি নটরাজন চোট পেয়ে ছিটকে যাওয়ার পর সুযোগ চলে আসে এই তরুণ পেসারের সামনে। আর সুযোগেই বাজিমাত করেন তিনি। জাতীয় দলেও ডাক পড়ে তাঁর। গত বছর আইপিএলে ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেছিলেন উমরান।
আগামী ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্য়ান্ড টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচে ওয়েলিংটনে মুখোমুখি হতে চলেছে ২ দল। এরপর ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ২ দল। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে দেবেন হার্দিক পাণ্ড্য। ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে দেবেন রোহিত শর্মা। ২ ফর্ম্যাটেই সাদা বলের সিরিজের জন্য নিউজিল্য়ান্ড স্কোয়াড থেকে বাদ পড়লেন ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপ্তিল।
নিউজিল্য়ান্ডের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে নেমে নজর কেড়েছিলেন তরুণ ফিন অ্যালেন। তিনিও ২ ফর্ম্যাটেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে ২০১৭ সালের পর কিউয়িদের ওয়ান ডে স্কোয়াডে ঢুকে পড়েছেন অ্যাডাম মিলনে।
এরমধ্যেই হার্দিকের নেতৃত্বে গোটা দল চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। ঋষভ পন্থ সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন। এছাড়াও ঈশান কিষাণ, দীপক হুডা, হর্ষল পটেল, সঞ্জু স্য়ামসনের মত তরুণরা রয়েছেন স্কোয়াডে।