USA vs PAK LIVE: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে দুরন্ত জয় যুক্তরাষ্ট্রের
Pakistan vs USA: বাবর আজমরা আজ প্রথম ম্য়াচে খেলতে নামছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথম ম্য়াচে তাঁদের প্রতিপক্ষ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র।
সুপার ওভারে দুরন্ত জয় যুক্তরাষ্ট্রের। ১৯ রান তাড়া করতে নেমে ৫ রানে জয় ছিনিয়ে নিল মোনাক পটেলের দল।
সুপার ওভারে ৬ বলে ১৮ রান বোর্ডে তুলে নিল যুক্তরাষ্ট্র।
দুর্ধর্ষ ম্য়াচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১৬০ রান তাড়া করতে নেমে ১৫৯ রানই তুলল যুক্তরাষ্ট্র। ম্য়াচ গড়াল সুপার ওভারে।
হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে ফিরলেন আন্দ্রেস গউস। ৩৫ রান করে ফিরলেন তিনি। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় উইকেটের পতন।
ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক পটেল।
১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪ রান বোর্ডে তুলে নিল যুক্তরাষ্ট্র। ম্য়াচ জিততে তাদের চাই ৪৮ বলে ৬৬ রান।
যুক্তরাষ্ট্রের প্রথম উইকেটের পতন। নাসিম শাহর বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন স্টিভেন টেলর।
রান তাড়া করতে নেমে ভারতের বিরুদ্ধে তিন ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ২৪ রান তুলে নিল যুক্তরাষ্ট্র।
২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৫৯ রান তুলে নিল পাকিস্তান।
১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২৬/৬। ক্রিজে আছেন ইফতিকার ও শাহিন আফ্রিদি।
পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন। ৪৩ বলে ৪৪ রান করে ফিরলেন বাবর আজম।
খাতা খােলার আগেই প্যাভিলিয়নে ফিরলেন আজম খান। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১১৩ রান তুলল পাকিস্তান।
পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন। ২৫ বলে ৪০ রান করে আউট হলেন শাদাব খান। নিজের ইনিংসে একটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি।
১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৬৬ রান তুলতে পারল পাকিস্তান। ক্রিজে আছেন বাবর আজম ও শাদাব খান।
পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন। ক্যাচ আউট হয়ে ১১ রান করে ফিরলেন ফখর জামান।
পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। ৩ রান করে আউট হলেন উসমান খান।
৯ রান করে আউট মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের প্রথম উইকেটের পতন।
মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল কানাডার বিরুদ্ধে।
টস হারলেন বাবর আজম। পাকি একাদশে সুযোগ পেলেন অভিজ্ঞ পেসার মহম্মদ আমিরও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচ খেলতে নেমে টস হারলেন বাবর আজম। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং পাকিস্তানের।
প্রেক্ষাপট
ডালাস: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে চলেছে পাকিস্তান। প্রথম ম্য়াচে তাঁদের প্রতিপক্ষ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের টুর্নামেন্টে মাঠে নামার আগে পাকিস্তান ক্রিকেট দলের মাথব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল টিম হোটেল। না হোটেলের কোনও পরিষেবা নিয়ে অভিযোগ নয়। কিন্তু যেই স্টেডিয়ামে তাঁদের খেলা, সেখান থেকে অনেকটা দূরে ছিল টিম হোটেল। যার জন্য অনুশীলনে আসতে গিয়ে অনেকটা সময় নষ্ট ও ক্লান্তি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আইসিসির কাছে আবেদন জানানো হয়েছিল যাতে স্টেডিয়ামের কাছাকাছি কোনও হোটেলে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়। অবশেষে পিসিবির অনুরোধ রাখল আইসিসি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -