কেরল: বাবা যা করেন, ছেলেরাও সেই পথেই সাধারণত এগোন। মধ্যবিত্ত পরিবারে এমনটাই হয়ে থাকে সাধারণত। দিল্লি পুলিশের প্রাক্তন কনস্টেবল স্যামসন বিশ্বনাথনও আলাদা কিছু ছিলেন না। নিজে একজন ফুটবলার ছিলেন যিনি দিল্লির হয়ে সন্তোষ ট্রফিতেও খেলতে নেমেছিলেন। চেয়েছিলেন ছোট ছেলে দিল্লি ক্রিকেট দলের হয়ে খেলুক। কিন্তু আভ্যন্তরীণ রাজনীতির জাঁতাকলে তা হয়ে ওঠেনি। যার ফলে বিশ্বনাথন পুরো পরিবার নিয়ে তিরুবনন্তপুরমে চলে আসেন। সেখান থেকেই ক্রিকেটে পথ চলা শুরু হয় সঞ্জু স্যামসনের। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।