রাজকোট: সৌদি আরবের রাজধানী জেড্ডায় আইপিএলের নিলামে তিনি অবিক্রিত ছিলেন। অথচ ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে সব রেকর্ড তছনছ করে দিলেন গুজরাতের উর্বিল পটেল (Urvil Patel)।
সৈয়দ মুস্তাক আলি টি-২০ (Syed Mushtaq Ali T20) টুর্নামেন্টে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করলেন। যা টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের করা দ্রুততম সেঞ্চুরি। ভেঙে গেল ঋষভ পন্থের রেকর্ড। সেই পন্থ, যিনি ২৭ কোটি টাকায় বিক্রি হয়ে আইপিএলে নতুন ইতিহাস গড়েছেন রবিবার।
ঠিক এক বছর আগে লিস্ট এ (ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট) ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন গুজরাতের উইকেটকিপার উর্বিল। বুধবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে সেঞ্চুরি করে আইপিএল নিলামে উপেক্ষার জবাব যেন দিয়ে দিলেন তিনি। ত্রিপুরার ১৫৬ রান তাড়া করতে নেমে মাত্র ১০.২ ওভারে ম্যাচ জিতে গেল গুজরাত। ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৩৫ বলে ১১৩ রানের বিধ্বংসী, অপরাজিত ইনিংস খেললেন উর্বিল। এক ডজন ছক্কা মেরেছেন তিনি। সঙ্গে সাতটি বাউন্ডারি। স্ট্রাইক রেট? ৩২২.৮৬। তাঁর চেয়ে বেশি স্ট্রাইক রেটে কোনও টি-২০ ইনিংসে ব্যাট করেছেন বিশ্বের একজনই। এস্তোনিয়ার সাহিল চৌহান। যিনি চলতি বছরের গোড়ায় সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন।
ঋষভ পন্থের ৬ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দিলেন উর্বিল। ২০১৮ সালে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন পন্থ। সেটাই এতদিন ছিল কোনও ভারতীয় ক্রিকেটারের করা দ্রুততম টি-২০ সেঞ্চুরি।
২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্স দলে ছিলেন উর্বিল। তবে এবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। নিলামে তাঁর ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। তাও কোনও দল আগ্রহ দেখায়নি।
আরও পড়ুন: কিনব না কথা দিয়েও কেন পন্থের জন্য নিলামে ঝাঁপিয়েছিল দিল্লি? ফাঁস করলেন অন্যতম শীর্ষ কর্তা