নয়াদিল্লি: শুক্রবার গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতের তারকা ক্রিকেটার আপতত স্থিতিশীল হলেও, তিনিই হাসপাতালেই রয়েছেন। পন্থের সমর্থক থেকে বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার, পন্থের আরোগ্য কামনা করছেন সকলেই। ঋষভ পন্থ ও উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। অতীতে বহুবার তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল। পন্থের দুর্ঘটনার পরে উর্বশী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন। এবার পন্থের আরোগ্য কামনায় প্রার্থনা করার অনুরোধ করলেন উর্বশীর মা মীরাও (Urvashi Rautela।


উর্বশীর মায়ের পোস্ট


মীরা রাউতেলা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পন্থের একটি ছবি পোস্ট করে লেখেন, 'সোশ্যাল মিডিয়ার জল্পনা একদিকে এবং আন্তর্জাতিক স্তরে উত্তরাখণ্ডের মুখ উজ্জ্বল করার কৃতিত্ব অন্যদিকে। সিদ্ধবালিবাবা যেন দ্রুত তোমায় সুস্থ করে তোলে। আপনারাও সকলে ঋষভ পন্থের জন্য প্রার্থনা করুন।' মুহূর্তের মধ্যেই উর্বশীর মায়ের পোস্ট ভাইরাল হয়ে যায়। মীরা রাউতেলার ফলোয়াররা তাঁর পোস্টে উর্বশীকে ট্যাগ করেও একাধিক কমেন্ট করেন। প্রসঙ্গত, পন্থের দুর্ঘটনার পর উর্বশী পোস্ট করলেও, পন্থকে নিয়ে সরাসরি তিনি কোনওরকম মন্তব্য করেননি। তবে উর্বশীর মায়ের এই পোস্টে জল্পনা আরও বাড়ল।


 






হল না এমআরআই


চিকিৎসকরা বলছেন ভারতীয় দলের তরুণ উইকেট কিপার ব্যাটার এখন আগের তুলনায় অনেক ভাল আছেন। তবে হাঁটু, আঙুল, গোড়ালি এখনও ফুলে রয়েছে তাঁর। ফলে করা সম্ভব হচ্ছে না এমআরআই স্ক্যান। গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছেন ঋষভ পন্থ। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের পাতায় চোট রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটারকে দ্রুত সুস্থ করে তুলতে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আইসিইউ থেকে এবার প্রাইভেট কেবিনে স্থানান্তরিত করা হচ্ছে পন্থকে। 


এই মুহূর্তে কিছুটা সুস্থ আছেন পন্থ। কিন্তু ক্রমাগত তাঁকে দেখার জন্য যেভাবে রাজনৈতিক ব্যক্তি থেকে হাইপ্রোফাইল ব্যক্তিরা আসছেন, তাতে বিশ্রামে ব্যাঘাত ঘটছে। এই পরিস্থিতিতে পরবর্তী চিকিৎসার জন্য পন্থকে দেরাদূন থেকে উড়িয়ে নিয়ে আসা হতে পারে দিল্লিতে। তাঁকে দিল্লির এএইএমস-এ ভর্তি করানো হতে পারে। শ্যাম শর্মা বলেন, ''একে তো প্রতি মুহূর্তে লোকজনের ভিড় বাড়ছে। নেতা-মন্ত্রী থেকে অভিনেতা, সাধারণ মানুষ সবাই ওর সঙ্গে দেখা করতে চিয়াছে। সেইজন্য পন্থের পরিবারের লোকজন খুবই চিন্তিত। এরমধ্যে আবার অন্য রোগীদের সঙ্গে থাকার জন্য সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পন্থকে প্রাইভেট ওয়ার্ডে সরিয়ে নেওয়া হল।''


আরও পড়ুন: ফের দুঃসংবাদ, মারণ ক্যান্সারের সঙ্গে লড়ছেন মার্টিনা নাভ্রাতিলোভা