নয়াদিল্লি: ক্রিকেট মাঠে আর্থিক দুর্নীতি! যার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নোটিশ পাঠাল আদালত।

তবে শুনলে চমকে উঠতে হবে যে, আর্থিক দুর্নীতির নেপথ্যে রয়েছে কলার দাম। ক্রিকেটারদের কলা কেনার জন্য খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা! এ নিয়েই উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার বিরুদ্ধে মামলা হয়েছে সেই রাজ্যের হাইকোর্টে। মামলাকারীরা উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার অডিট রিপোর্ট তুলে ধরেছেন। অভিযোগ, এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে তৈরি করানো রিপোর্টে ৩৫ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে ক্রিকেটারদের কলা কেনার জন্য।

দেহরাদূনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত ও আরও কয়েকজন উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার ২০২৪-২৫ অর্থবর্ষের হিসেবে অসন্তোষ প্রকাশ করে তদন্তের আবেদন করেছিলেন উত্তরাখণ্ড হাইকোর্টে। আদালতের বিচারপতি মনোজকুমার তিওয়ারির সিঙ্গল বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতিকে জানানো হয় যে, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার যে আর্থিক হিসেব পেশ করা হয়েছে, সেখানে কলা কেনার জন্য ৩৫ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে! যা নিয়ে শোরগোল পড়ে যায়। বিচারপতি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নোটিশ পাঠিয়েছেন। 

উত্তরাখণ্ড ক্রিকেট বোর্ডের নিজস্ব টি-২০ টুর্নামেন্ট উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতি প্রকাশ্যে এসেছে। উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সুরেন্দ্র ভাণ্ডারি মামলা করে জানিয়েছেন, মাত্র একটি সংস্থাকেই টেন্ডার দেওয়া হয়েছে। আর কোনও সংস্থাকে নিয়ে আলোচনাই হয়নি। ভাণ্ডারি জানিয়েছেন, উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থাকে প্রতি বছর অনুদান দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই টাকা নয়ছয় করা হয় বলে এভিযোগ তাঁর।               

সূত্রের খবর, উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার পেশ করা ওই অডিট রিপোর্টে দেখানো হয়েছে, ৬ কোটি ৮০ লক্ষ টাকা অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যয় করা হয়েছে। টুর্নামেন্ট ও ট্রায়ালের জন্য ২৬ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। যা গত অর্থবর্ষের থেকে ২২ কোটি ৩০ লক্ষ টাকা বেশি। অভিযোগকারীদের দাবি, শুধু খাবারের খরচ দেখিয়েই কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। এছাড়া রাজ্যস্তরের ক্রিকেটারদের জন্য যে সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়নি বলে অভিযোগ। মামলাকারীদের বক্তব্য শোনার পর আগামী শুক্রবার ফের শুনানির তারিখ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কী প্রত্যুত্তর পাওয়া যায়, তার দিকেও অপেক্ষা করে রয়েছেন সকলে।