দুবাই: মাঝে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই এশিয়া কাপে (Asia Cup) নেমে পড়বে ভারত (India vs UAE)। বুধবার প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। এবারের টুর্নামেন্টের আয়োজকও তারা। শক্তিশালী ভারতের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহি কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।
যদিও ম্যাচের আগে যুদ্ধের হুঙ্কার দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem)। জানিয়েছেন, ভারতের লড়াই সহজ হবে না।
বুধবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ফুটছেন সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক। ঘরের মাঠের পরিবেশ-পরিস্থিতি কাজে লাগানোর ব্যাপারে তাঁরা প্রত্যয়ী।
সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক মহম্মদ ওয়াসিম বলেছেন, 'আমরা শুধু ভারত ম্যাচকেই বড় ম্যাচ হিসাবে দেখছি না। কারণ, সব দলই ভাল। সব ম্যাচই একইরকম হবে। তীব্র গরমে আমরা খুব পরিশ্রম করছি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী চলব। আমরা যা শিখেছি আর ম্যাচের দিন যা করা উচিত, তা করব। ফল তো ম্যাচের ওপর নির্ভর করে রয়েছে।'