ব্রিসবেন: সে মাঠে নামলেই যেন গোটা গ্যালারি অপেক্ষা করে থাকে চার-ছক্কার ঝড় দেখার জন্য। আইপিএল (IPL 2025) থেকে শুরু। পরে ভারতের (Ind vs Aus) অনূর্ধ্ব ১৯ দলের জার্সি পরেও সমান দাপট। সমান বিস্ফোরক ইনিংস। একের পর এক বোলার নিধন যজ্ঞ।

সেই বৈভব সূর্যবংশী (vaibhav suryavanshi) ফের ব্যাট হাতে জ্বলে উঠল। এবার অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলকে ৭ উইকেটে হারাল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। ১১৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ভারত। সেই জয়ে বিস্ফোরক ইনিংস খেলল বৈভব। ইনিংস ওপেন করতে নেমে ২২ বলে ৩৮ রান করল বৈভব। তার ইনিংস সাত চার ও এক ছক্কায় সাজানো ছিল। অস্ট্রেলিয়ার বোলারদের মানসিকভাবে দুমড়ে দেওয়ার সেই শুরু। গোটা ম্যাচে আর সেই ধাক্কা থেকে বেরতে পারেননি অজি বোলাররা।

আইপিএলে ইতিহাস গড়েছিল বৈভব। বিহারের ১৪ বছর বয়সী কিশোর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলে নজির গড়েছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তার ৩৫ বলে সেঞ্চুরি এখনও লোকের মুখে মুখে ফেরে। সেটাও ছিল রেকর্ড। সর্বকনিষ্ঠ হিসাবে আইপিএলে সেঞ্চুরি তো ছিলই। সেটা ছিল ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। বৈভব ভেঙে দিয়েছিল ইউসুফ পাঠানের রেকর্ড।

সেই বৈভব অস্ট্রেলিয়ার মাটিতেও সমান বিধ্বংসী। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব ওয়ান ডে-র প্রথম ম্যাচে সহজ জয় ভারতের। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দল ২২৫/৯ স্কোরে আটকে যায়। একটা সময় ১৬৭/৮ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দল। মনে হচ্ছিল, দুশোও পেরতে পারবে না তারা। তবে আট নম্বরে নেমে জন জেমস ৬৮ বলে ৭৭ রানের অপরাজিত ও ঝোড়ো ইনিংস খেলে অস্ট্রেলিয়ার স্কোর ২২৫ রানে পৌঁছে দেন। ভারতের হয়ে হেনিল পটেল ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩০.৩ ওভারে ২২৭/৩ স্কোর তুলে হাসতে হাসতে ম্যাচ জিতে যায় ভারত । শুরুতে ঝড় তুলে বৈভব যে টোন সেট করে দিয়ে যায়, সেই ভিতের ওপর দাঁড়িয়ে বেদান্ত ত্রিবেদী ৬৯ বলে অপরাজিত ৬১ এবং অভিজ্ঞান কুণ্ডু ৭৪ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন । অস্ট্রেলিয়াকে কার্যত দাঁড়াতেই দেয়নি ভারত। যুব ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া ।