মুম্বই: গত আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শতরান হাঁকানোর পর প্রথমবার গোটা বিশ্ব তাকে চিনেছিল। এরপর থেকে আর থামার লক্ষণ নেই।ঘরোয়া ক্রিকেট হোক বা ভারতীয় এ দলের জার্সিতে হোক, ঝোড়ো ব্য়াটিংয়ে তাক লাগিয়ে দিয়েছে ১৫ বছরের বৈভব সূর্যবংশী। রাইজিং স্টার এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দু দিন আগেই ৪২ বলে ঝোড়ো ১৪৪ রানের ইনিংস খেলেছিল বৈভব। মাত্র ৩২ বলে শতরান হাঁকিয়েছিল। সেই ম্য়াচে ১১টি বাউন্ডারি ও ১৫টি ছক্কা হাঁকিয়েছিল বৈভব। বিসিসিআইয়ের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বৈভবকে তাঁর বাবা ফোনে আউট হওয়ার বলটি নিয়ে কথা বলছেন। সেখানে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি।
বিসিসিআইয়ের পােস্ট করা ভিডিও ক্লিপে বৈভবকে বলতে শোনা যাচ্ছে, ''আমার বাবা একেবারেই খুশি হননা আমার পারফরম্যান্স দেখে। এমনকী যদি আমি দ্বিশতরানও করি, তাহলেও হয়ত আমার বাবা আমাকে বলবেন যে আমার আরও দশটা রান বেশি করা উচিৎ ছিল। তবে আমার মা আমার পারফরম্য়ান্সে সবসময় খুশি হন আমাকে ব্যাটিং করতে দেখলেই। আমি সেঞ্চুরি করি বা শূন্য রানে আউট হই, মা সবসময় বলেন যে আমি যাতে আরও ভাল পারফর্ম করতে পারি।''
উল্লেখ্য, বর্তমানে ICC T20 র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা T20-র এক ইনিংসে সর্বাধিক ১৩ টি ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েন তিনি। তবে, এবার তাঁর ওই রেকর্ড ভেঙেছেন বৈভব সূর্যবংশী। আমিরশাহির বিরুদ্ধে আগ্রাসী ভঙ্গিমাতেই এদিন ব্যাটিং করে বৈভব। তার ব্যাট থেকে চার, ছক্কা ফুলঝুরি দেখল দোহা। একেবারে বলে বলে চার, ছক্কা হাঁকানো যাকে বলে, বৈভব ঠিক সেটাই করল। মাত্র ১৭ বলে অর্ধশতরান হাঁকাল সে। তারপরেও তার ব্যাটিং বিক্রম থামেনি। আইপিএলে ৩৮ বলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিল সে, এদিন তার শতরান এল মাত্র ৩২ বলে। কার্যত মেশিনের মতো একের পর এক বল বাউন্ডরি লাইনের বাইরে পাঠাচ্ছিল বৈভব। নিজের আগ্রাসী ব্যাটিং থামানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না। মহম্মদ ফরজ়উদ্দিনের বলে ইনিংসের ১৩ ওভারের দ্বিতীয় বলে লম্বা ছক্কা হাঁকায় বৈভব। এক অভূতপূর্ব ১৫০ রানের পথে অগ্রসর হচ্ছিল সে। তবে ছক্কা মারার ঠিক পরের বলেই দুর্ভাগ্যবশত আবারও একটি বড় শট মারতে গিয়ে আউট ১৪৪ রানে আউট হতে হয় তাকে।