দুবাই: আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা, তারপরেই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে মাঠে নামবে ভারতীয় দল। সেই লক্ষ্যে ভারতের হয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে বেশ ভালই ছন্দে রয়েছেন বরুণ। তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছেন তিনি। গত ম্য়াচেই দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসাবে ৩০ ম্যাচে ৫০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলকও স্পর্শ করেন বরুণ। এবার এই ধারাবাহিক পারফরম্যান্সে ভর করেই নতুন ইতিহাস লিখলেন 'মিস্ট্রি স্পিনার'

Continues below advertisement

এক নম্বর টি-টোয়েন্টি বোলারের (আইসিসি ব়্যাঙ্কিং) শিরোপা তাঁর মাথায় ছিলই। এবার সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Ranking) তাঁর রেটিং পয়েন্ট আরও বাড়ল। বর্তমানে বরুণের রেটিং পয়েন্ট ৮১৮। দ্বিতীয় স্থানে থাকা জেকব ডাফির থেকে বরুণ ১১৯ রেটিং পয়েন্টে এগিয়ে গেলেন। এটি তাঁর কেরিয়ারের সর্বসেরা রেটিং পয়েন্ট। শুধু তাই নয় কোনও ভারতীয় বোলার হিসাবেও এটি টি-টোয়েন্টিতে সর্বসেরা রেটিং পয়েন্ট

বরুণ যশপ্রীত বুমরার রেকর্ড ভাঙলেনবুমরার ২০১৭ সালে ৭৮৩ রেটিং পয়েন্টই এতদিন পর্যন্ত ভারতীয় হিসাবে সর্বাধিক ছিল। সেই কৃতিত্ব নিজের নামে করলেন তিনি। এখানেই শেষ নয়। টি-টোয়েন্টিতে আইসিসির সর্বকালের সর্বাধিক রেটিং পাওয়া প্রথম দশ ক্রিকেটারদের মধ্যেও ঢুকে গেলেন তিনি। আপাতত বরুণ এই তালিকায় ৮১৮ পয়েন্ট নিয়ে আটে রয়েছেন

Continues below advertisement

ফের চোটের কবলে শুভমন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন শুভমন গিল। ইডেন টেস্টের সময়ই যাঁর ঘাড়ের পেশিতে চোট লেগেছিল। স্টিফ নেকের সমস্যা নিয়ে যিনি প্রথম টেস্টে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু সাইমন হার্মারের বলে স্যুইপ শটে বাউন্ডারি মারার পরই যন্ত্রণায় ছটফট করে ওঠেন। সেদিন স্ট্রেচারে চাপিয়ে মাঠ থেকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গিলকে। হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি গিল।

ফের চোট পেলেন শুভমন। লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচে তিনি খেলতে পারবেন না বলেই সূত্রের খবর। ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। এমনকী, ম্যাচ আদৌ করা যাবে কি না, তা নিয়েও রয়েছে ধন্দ। তবে ম্যাচ করা গেলে শুভমনের খেলার সম্ভাবনা কার্যত নেই।

কী হয়েছে ভারতীয় টি-২০ দলের সহ অধিনায়কের? পায়ের পাতায় চোট পেয়েছেন শুভমন। সেই কারণে মাঠের বাইরে চলে যেতে হতে পারে শুভমনকে। সামনেই টি-২০ বিশ্বকাপ। খেতাব রক্ষার লড়াই ভারতীয় দলের সামনে। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন শুভমন। ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক গিল। টি-২০ দলেও তাঁকেই ভবিষ্যতের অধিনায়ক ভাবা হচ্ছে। সেই কারণে যশস্বী জয়সওয়ালের পরিবর্তে একাদশে জায়গা করে দেওয়া হয়েছিল গিলকে। তবে চোট পেয়ে ফের দলের বাইরে চলে গেলেন তিনি।