নয়াদিল্লি: এশিয়া কাপ (Asia Cup 2025) শেষ হয়ে গিয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। তবে এখনও টিম ইন্ডিয়া এশিয়া কাপ জয়ের পর ট্রফি হাতে পায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে টিম ইন্ডিয়া ট্রফি নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। তবে নকভিও নাছোড়বান্দা, ট্রফি নিলে তাঁর হাত থেকেই নিতে হবে। এর জেরে টানাপোড়েন অব্যাহত। এবার নকভির বিরুদ্ধে তোপ দাগলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ চক্রবর্তী জানান তিনি শুরু থেকেই ভারতীয় দলের এশিয়া কাপ জয়ের বিষয়ে ইতিবাচক ছিলেন। পাশাপাশি নাম না করেই এসিসি প্রধানকে তোপ দাগেন ভারতীয় তারকা স্পিনার। বরুণকে বলতে শোনা যায়, 'টুর্নামেন্ট জিততে পেরে বেশ ভালই লেগেছে। আমি জানতাম আমরা সব ম্যাচই জিতব। আমরা তো বিশ্বের এক নম্বর দল। আমাদের থেকে কাপ ছিনিয়ে নিতে পারে, তবে চ্যাম্পিয়ন তো আমরাই।'
নকভির আচরণে কিন্তু বিসিসিআইও বেশ ক্ষুব্ধ এবং তাঁর বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়, সেই বিষয়েও তৎপর ভারতীয় বোর্ড। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বিসিসিআই নকভিকে আইসিসির বোর্ড অফ ডিরেক্টর থেকে ছাঁটাই করার পাশাপাশি তাঁর ওপর বিধিনিষেধ যাতে আরোপ করা হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে সচেষ্ট। রিপোর্ট অনুযায়ী এশিয়া কাপ ট্রফি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মহসিন নকভি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জানিয়ে দিয়েছেন যে তাঁর অনুমতি ছাড়া আর কোনও ব্যক্তি ট্রফিতে হাত দিতে পারবেন না।