কলকাতা: সকালের শুরুটা খুব একটা ভাল হয়নি। দিনের শুরুতেই সুদীপ কুমার ঘরামিকে ১৫ রানে সাজঘরে ফেরান দেবেন্দ্র কুমার বোরা। অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে সুদীপ চট্টোপাধ্য়ায় (Sudip Chatterjee) বাংলাকে অর্ধশতরানের গণ্ডি পার করান বটে। তবে না অভিষেক, না অনুষ্টুপ, কেউই দলের হয়ে বড় রান করতে পারেননি। ৯৮ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল বাংলা (Bengal vs Uttarakhand)। সেই পরিস্থিতিতেই সুদীপের সঙ্গে হাল ধরেন সুমন্ত গুপ্ত (Sumanta Gupta)। দুইজনের অনবদ্য ব্যাটিংয়েই দিনশেষে এগিয়ে বাংলা।

Continues below advertisement

প্রথম সেশনে ৯০ রান বোর্ডে যোগ করে বাংলা দল। সুদীপ শুরুটা অত্যন্তই মন্থর গতিতে করেন। অনুষ্টুপ মজুমদারের সঙ্গে ৩৫ রানের পার্টনারশিপে সুদীপ কোনও রানই করেননি। ৩৫ রানই করেন অনুষ্টুপ। তবে লাঞ্চের পর শুরু হয় সুদীপ-সুমন্তর পাল্টা লড়াই। একদিকে সুদীপ যেমন ধৈর্য্যের পরিচয় দেন, সেখানে সুমন্ত নিজের স্বাভাবিক ছন্দে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। ৮২ বলে অর্ধশতরান পূরণ করেন সুমন্ত। গোটা দ্বিতীয় সেশনে কোনও উইকেট না হারিয়েই ৮৭ রান যোগ করে বাংলা।

দিনের শেষ সেশনেও সুদীপ ও সুমন্ত একাগ্রতা ভঙ্গ হতে দেননি। বাংলার ইনিংস এগিয়ে নিয়ে যান তাঁরা। দেখতেই শতরানের পার্টনারশিপ পূরণ করেন তাঁরা। বাংলাও ম্যাচে লিড নিয়ে নেয়। সুদীপ এক দুরন্ত শতরানের পথে অগ্রসর হচ্ছিলেন। তবে দুর্ভাগ্যবশত দলের ২৫০ রান পূর্ণ করার পর, ব্যক্তিগত সেঞ্চুরির ঠিক আগে, ৯৮ রানে সুদীপের ইনিংস থামান সেই দেবেন্দ্র বোরা। দিনের শেষ বলে সাতে নেমে আগ্রাসী মেজাজে ব্যাট করা বিশাল ভাটি ১৫ রানে সাজঘরে ফেরেন। ২৭৪ রান তুলে সাজঘরে ফেরে বাংলা। ক্রিজে ৮২ রানে অপরাজিত রয়েছেন সুমন্ত গুপ্ত। ম্য়াচের তৃতীয় দিন শতরান পূরণের লক্ষ্যেই মাঠে নামবেন তিনি।

Continues below advertisement

আপাতত দুই দিনের খেলা শেষে বাংলা দল ৬১ রানে এগিয়ে। গতকাল যেখানে ১১ উইকেট পড়েছিল, সেখানে আজ পড়ল মাত্র পাঁচ উইকেট। বাংলা গতকালের রানের সঙ্গে আরও ২৬৬ রান যোগ করল। প্রথম ইনিংসে লিডের সুবাদে তিন পয়েন্ট নিশ্চিত। কিন্তু ঘরের মাঠে শক্তিশালী দল নিয়ে মাঠে নেমে জয় দিয়েই নিঃসন্দেহে মরশুম শুরু করতে চাইবেন অভিমন্যু ঈশ্বরণরা। সেই লক্ষ্যে কিন্তু কালকের প্রথম সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ চার উইকেটে বাংলা আর কত রান যোগ করতে পারে, সেটাই এখন দেখার বিষয় হতে চলেছে।