ইনদওর: আইপিএল ২০২৬ (IPL 2026) নিলামের (IPL Auction) কয়েক দিন পরেই বেঙ্কটেশ আইয়ার অধিনায়ক হয়েছেন । মনে করা হচ্ছে, খারাপ গত আইপিএল মরশুম খারাপ কাটার পরেও দলগুলোর তাঁর উপর আস্থা কমেনি । আসলে, আইয়ারকে বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ মরশুমের জন্য মধ্যপ্রদেশ দলের অধিনায়ক করা হয়েছে । একদিনের ফরম্যাটে খেলা এই ভারতীয় ঘরোয়া টুর্নামেন্ট ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে ।

Continues below advertisement

বেঙ্কটেশ আইয়ারকে আইপিএল ২০২৬-এর মিনি নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ কোটি টাকায় কিনেছিল । আইয়ারের জন্য গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টসও দর হেঁকেছিল । অন্যদিকে তাঁর পুরনো দল KKR তাঁর জন্য ৬.৮০ কোটি পর্যন্ত দর হেঁকেছিল, কিন্তু শেষ পর্যন্ত আইয়ারকে আরসিবি ৭ কোটি টাকায় কিনে নেয় ।

বেঙ্কটেশ আইয়ার হলেন অধিনায়ক

বেঙ্কটেশ আইয়ার বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশ দলের অধিনায়কত্ব করবেন । তিনি অধিনায়ক হিসেবে রজত পাতিদারের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি তাঁর অধিনায়কত্বে আরসিবিকে আইপিএল ২০২৫-এর খেতাব জিতিয়েছিলেন । পাতিদারের অধিনায়কত্বে মধ্যপ্রদেশ দল রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভাল পারফর্ম করেছে । এই পারফরম্যান্স দেখে পাতিদারের দল থেকে বাদ পড়া বেশ অবাক করা সিদ্ধান্ত ।

Continues below advertisement

মধ্যপ্রদেশ দল সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ পর্যায় পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু ফাইনালে পৌঁছাতে পারেনি । বেঙ্কটেশ আইয়ার সেই টুর্নামেন্টে ১০টি ম্যাচ খেলে ২১১ রান করেছিলেন । 

এইবার বিজয় হাজারে ট্রফিতে অনেক বড় তারকাদের খেলতে দেখা যাবে । বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থও এই আসন্ন টুর্নামেন্টে খেলার নিশ্চয়তা দিয়েছেন ।

বিজয় হাজারে ট্রফির জন্য মধ্য প্রদেশের দল: বেঙ্কটেশ আইয়ার (অধিনায়ক), হর্ষ গাওলি, হিমাংশু মন্ত্রী, যশ দুবে, শুভম শর্মা, হরপ্রীত সিংহ, ঋষভ চৌহান, ঋত্বিক টাডা, কুমার কার্তিকেয়, সারাংশ জৈন, শিবঙ্গ কুমার, আরিয়ান পাণ্ডে, রাহুল বাথম, ত্রিপুরেশ সিংহ, মঙ্গেশ যাদব ও মাধব তিওয়ারি