নয়াদিল্লি: আর মাত্র মাস খানেকের অপেক্ষা। অক্টোবরেই ভারতের মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ODI World Cup 2023)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে বিসিসিআইয়ের (BCCI) তথা বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা দলের প্রাক্তন বোলিং কোচ বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)।
ভারতীয় বোর্ড সম্প্রতি ধীরে ধীরে টিম ইন্ডিয়ার ম্যাচগুলির জন্য টিকিট বিক্রি করা শুরু করেছে। তবে চারিদিকে টিকিটের হাহাকার। তেমন পরিমাণ টিকিটই পাওয়া যাচ্ছে না বলে একাধিক অভিযোগ উঠেছে। পাশাপাশি ভারত-পাকিস্তানসহ বেশ কয়েকটি ম্যাচের দিনক্ষণ বদল হওয়ায়ও বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। এই গোটা বিষয় নিয়ে চরম ক্ষুব্ধ প্রসাদ। নাম না করেই তিনি জয় শাহকে বিদ্ধ করেন এবং সমর্থকদের জন্য ম্যাচ দেখার অভিজ্ঞতা আরও ভাল করার দাবিতে জোরাল সওয়াল করেন।
বেঙ্কটেশ প্রসাদ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমরা যে বিশ্বকাপের শুরুর আগের সফরটা ভেস্তে দিয়েছি, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। একেই তো অত্যন্ত দেরি করে সূচি প্রকাশিত হয়, তার উপর আবার পাঁচটি ম্যাচের দিনক্ষণ বদল হয়েছে। যদি তাতেও মন না ভরে, তাহলে তার জন্য রয়েছে সম্পূর্ণ অস্বচ্ছ এবং অকৃতকর টিকিট বিক্রি পদ্ধতি যার কেবল কালোবাজারিদেরই আরও সুবিধ করে দিচ্ছে।'
তিনি আরও যোগ করেন, 'বিশ্বকাপের আয়োজন করাটা তো দারুণ গর্বের এবং দর্শকদের জন্য এটা আনন্দদায়ক হওয়া উচিত ছিল, যেটা সম্পূর্ণ পরিকল্পিত বলেই মনে হচ্ছে। আমাদের জেগে উঠার সময় এসেছে। একজন ইয়েস ম্যান কিছু বলে না বলে এই চূড়ান্ত অব্যবস্থাকে সাধারণ নিয়মে পরিণত করা যাবে না। এটা দেশের সম্মানের প্রশ্ন। আমাদের দল ভাল এবং আমরা (বিশ্বকাপের) বড় দাবিদার। তবে তার জন্য মাঠের ভিতর সমর্থকদের তো প্রয়োজন। ওদের অভিজ্ঞতাটা আরও মসৃণ হওয়ার প্রয়োজন। তার জন্য বিসিসিআইকে অনেক উন্নতি করতে হবে। এটা গোটা দেশের প্রশ্ন এবং কোনওভাবেই দেশের সম্মানহানি হতে দেওয়া যাবে না।'
প্রসাদ নাম না করলেও জয় শাহকে খোঁচা দিয়ে বলেন, 'একজন দুর্নীতিগ্রস্ত, দাম্ভিক মানুষ একাই দুর্নীতিমুক্ত একটি সংস্থাতে দুর্নীতি নিয়ে এসে সকলকে তার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এটা ছোট খাট অংশ নয়, বড় অংশ জুড়ে এমন দুর্নীতিই হচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দুই ম্যাচ খেলতে না খেলতেই ফের চোট শ্রেয়সের, পাকিস্তানের বিরুদ্ধে একাদশে ফিরলেন রাহুল