মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া গভীর সংকটে পড়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হওয়া দ্বিতীয় টেস্টে ভারতীয় দল লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে। ৫৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪০ রানে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। ৪০৮ রানের বিরাট ব্যবধানে ম্যাচ হারে ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দেশের মাটিতে রানের নিরিখে যা সবচেয়ে বড় পরাজয় ভারতের।

Continues below advertisement

বিকাশ কোহলির পরোক্ষভাবে গৌতম গম্ভীরকে আক্রমণ?

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বড় ভাই, বিকাশ কোহলিও দলের টেস্টে খারাপ পারফরম্যান্সে হতাশ হয়েছেন। তিনি থ্রেডসে একটি পোস্টে লিখেছেন, “এমন একটা সময় ছিল যখন আমরা বিদেশি মাটিতে জেতার উদ্দেশ্য নিয়ে নামতাম। এখন আমরা শুধু ম্যাচ বাঁচানোর জন্য খেলছি... তাও আবার নিজেদের মাঠে। এটাই হয় যখন আপনি বস হওয়ার চেষ্টা করেন এবং অকারণে সেই জিনিসগুলোতে পরিবর্তন আনেন যা আগে থেকেই ঠিক ছিল।”

Continues below advertisement

বিকাশ পরে এই পোস্টটি মুছে দেন, কিন্তু এর স্ক্রিনশট ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। মানুষ এটিকে সরাসরি গৌতম গম্ভীরের কোচিং স্টাইলের প্রতি কটাক্ষ হিসেবে দেখছে।

গৌতম গম্ভীরের সময়ে টেস্টে পারফরম্যান্সের অবনতি

গম্ভীর হেড কোচ হওয়ার পরে ভারতীয় টেস্ট দলের পারফরম্যান্স ক্রমাগত কমছে। গত এক বছরে ভারত,

-নিউজিল্যান্ডের কাছে নিজেদের মাঠে ৩-০ তে সিরিজ হেরেছে

-অস্ট্রেলিয়ায় ১০ বছর পর টেস্ট সিরিজ হেরেছে

- দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে

তাঁর প্রশিক্ষণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে ২-০ কচুকাটা হল ভারত। ২৫ বছর পর ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

গম্ভীরের প্রশিক্ষণেই দেশের মাটিতে টেস্টে সর্বকালীন লজ্জার মুখোমুখি হয়েছিল ভারত। ২০২৪ সালে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ।

সেটাই ছিল দেশের মাটিতে প্রথমবার কোনও টেস্ট সিরিজে ভারতের ৩-০ হারের নজির। তারপর থেকেই ক্রমাগত আতসকাচের তলায় ফেলা হচ্ছে গম্ভীর জমানাকে।

গম্ভীর কোচ থাকাকালীন মাত্র ২টি টেস্ট সিরিজ জিতেছে ভারত। সেই দুটিই ব়্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দুই দেশের বিরুদ্ধে। দুর্বল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। ড্র করেছে ইংল্যান্ডের সঙ্গে।