মুম্বই: ভারতের মাটিতে টেস্ট ম্য়াচে মুখােমুখি হবে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান (New Zeland vs Afganistan)। ভারতের মাটিতেই নিজেদের একটি মাত্র হোম টেস্ট খেলবে আফগান শিবির। আর সেই ম্য়াচের জন্য এবার নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন বিক্রম রাঠৌর। রাহুল দ্রাবিড় সেই সময় ভারতীয় দলের কোচ (Indian Cricket Team Coach) ছিলেন, সেই সময় ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ ছিলেন রাঠৌর। বিরাট, রোহিতদের ব্যাটিং কোচ ছিলেন এই রাঠৌর। এবার আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্য়াচের জন্য কেন উইলিয়ামসনদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন প্রাক্তন এই ভারতীয় ব্য়াটার।


ভারতের জার্সিতে ৬টি টেস্ট খেলেছেন বিক্রম রাঠৌর। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের মাটিতে কেমন ভাবে খেলতে হবে, তা বিক্রমের থেকে ভাল আর কেউ ভাল বলতে পারবেন না। আফগান শিবিরে স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। যদিও রশিদ খান এই টেস্টে খেলছেন না। কিন্তু মুজিব, নূর, নবিদের বিরুদ্ধে ব্যাট হাতে যাতে ভাল পারফর্ম করা যায়, তার জন্যই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকেই ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড। কিউয়ি ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার রঙ্গনা হেরাথ। সাকলিন মুস্তাকের বদলে হেরাথকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। 


নিউজিল্যান্ড ক্রিকেট দলের হেডকোচ গ্যারি স্টিড আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''হেরথা ও বিক্রম বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। দুজনেই এর আগে কোচিংয়ের দায়িত্ব সামলেছেন গর্বের সঙ্গে। আমাদের টেস্ট শিবিরে ওঁদের স্বাগত। আমি নিশ্চিত, দলের ছেলেরা দুজনের থেকে অনেক কিছু শিখতে পারবে।''  উপমহাদেশের মাটিতে তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। স্টিড বলছেন, ''আমাদের দলে আজাজ, স্য়ান্টনার ও রাচিনের সামনে সুবর্ণ সুযোগ হেরাথের সঙ্গে সময় কাটানোর। ওঁর থেকে অনেক গুরুত্বপূর্ণ টিপস নেওয়ার।'' আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড একমাত্র টেস্টটি।


কেকেআরের মেন্টর হচ্ছেন সাঙ্গাকারা?


শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর তত্ত্বাবধানেই রাজস্থান ২০২২ সালের আইপিএলের ফাইনালে পৌঁছয়। এ বছরের আইপিএলেও রাজস্থান তৃতীয় স্থানে শেষ করে। তাঁর ট্র্যাক রেকর্ড বেশ ভাল। তবে প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় প্রায় এক দশক পর ফের একবার রাজস্থানে ফিরেছেন। ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন দ্রাবিড়। এর জেরে সাঙ্গাকারার সঙ্গে রাজস্থান রয়্যালসের সম্পর্ক ছিন্ন হতে পারে বলে জোর জল্পনা।