মুম্বই: মাস কয়েক আগে একটি ছবি দেখে শিউরে উঠেছিলেন ক্রিকেটপ্রেমীরা । কার্যত হাঁটতেই পারছেন না বিনোদ কাম্বলি (Vinod Kambli) । পরে বাল্যবন্ধু সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে একটি অনুষ্ঠানে মঞ্চে দেখা গিয়েছিল বাঁহাতি ব্যাটারকে । সেই অনুষ্ঠানে কাম্বলিকে দেখে সুস্থ মনে হয়নি । এমনকী, কথাবার্তাও ছিল অসংলগ্ন । কাম্বলিকে দেখে কিছুটা বিব্রত দেখিয়েছিল মাস্টার ব্লাস্টারকে । শোনা গিয়েছিল, নেশার ওপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে অসুস্থ হয়ে পড়েছেন কাম্বলি । প্রবল অর্থকষ্টেও ভুগছিলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা । যা জানাজানি হতে কপিল দেব, সুনীল গাওস্করের মতো এক ঝাঁক প্রাক্তনী সাহায্যের হাত বাড়িয়ে দেন কাম্বলির দিকে ।
সম্প্রতি কাম্বলির আর একটি ছবি প্রকাশ্যে এসেছে । সেখানে স্ত্রী আন্দ্রিয়া হিউয়িটের সঙ্গে দেখা যাচ্ছে প্রাক্তন বাঁহাতি ক্রিকেটারকে । এবং সবচেয়ে ইতিবাচক হচ্ছে, সেই ছবিতে অনেক ফিট দেখিয়েছে কাম্বলিকে । যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটপ্রেমীরা ।
বিনোদ কাম্বলির নতুন ছবিটি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ ক্যাপশনও লিখেছেন আন্দ্রিয়া । তিনি লিখেছেন, 'আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ । আপনাদের প্রার্থনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি । বিনোদ কাম্বলি ।'
মাস কয়েক আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিনোদ কাম্বলি । জীবনের সঙ্গে লড়াই চলছিল তাঁর । তবে সেই জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার । যদিও আর্থিক সংকটে ভুগছিলেন তিনি ।
কাম্বলি প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে ৩০ হাজার টাকার মাসিক ভাতা পান । এখন তিনি মাসে আরও ৩০ হাজার টাকা করে পান । তবে তা বিসিসিআইয়ের থেকে নয় । বিনোদ কাম্বলিকে আজীবন মাসিক ৩০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল কিংবদন্তি সুনীল গাওস্করের চ্যাম্পস ফাউন্ডেশন । ১৯৯৯ সালে তৈরি গাওস্করের এই সংস্থা আর্থিকভাবে প্রাক্তন ক্রীড়াবিদদের সাহায্য করে থাকে । গাওস্কর সেই সংস্থার মাধ্যমেই কাম্বলিকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন ।
নিজের সেই কথা রেখেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার । এই সাহায্যের জন্য কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট গাওস্করকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন ।