মুম্বই: দিনকয়েক আগেই বিনোদ কাম্বলি (Vinod Kambli) ও সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেখানে কাম্বলির শারীরিক অবস্থা দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই উদ্বেগ আরও বাড়িয়ে শনিবার আক্রুতি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। কেমন আছেন তিনি? এবার নিজেই হাসাপাতালের বেডে শুয়ে শারীরিক অবস্থার আপডেট দিলেন ভারতীয় প্রাক্তনী।
জ্বর, পেট ব্যথাসহ আরও বেশকিছু অভিযোগ করেছিলেন কাম্বলি। যে কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় বলে হাসাপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। থানের হাসপাতালের ডিরেক্টর জানান তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তাঁর অবস্থা আপাতত খানিকটা উন্নত হয়েছে।
হাসপাতালের বেডে শুয়েই ANI-কে এক ছোট্ট সাক্ষাৎকার দেন ভারতীয় প্রাক্তনী। সেখানে তাঁর শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করা হলে, এক গানের মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, যে তিনি হাল ছাড়ছেন, তিনি যোদ্ধা। 'আমি ভাল আছি। আগের থেকে একটু সুস্থ লাগছে। আমি লড়াই করা ছাড়িনি, আর ছাড়বও না। এতগুলো সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছি, সবচা মনে আছে। লড়াইটা আমার মজ্জাগত।' বলেন কাম্বলি।
পাশাপাশি উৎসবের মরশুমে হাসপাতালের বেড থেকেই নিজের অনুরাগীদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠান কাম্বলি। তাঁকে বলতে শোনা যায়, 'জীবনটা উপভোগ কর। তবে সবকিছু ভেবেচিন্তে কর।' এরপরেই বন্ধু সচিন প্রসঙ্গে তিনি বলেন, 'সচিনের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকে। কারণ আচরেকর স্যর (সচিন, কাম্বলির কোচ) আমাদের পাশে আছেন।' পাশাপাশি তিনি জানান আর মাত্র দুই দিন, তারপরেই তিনি সকলের সামনে আবার সুস্থ হয়ে ফিরে আসবেন।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ভারতের প্রাক্তন বাঁহাতি ব্যাটার। একসময়ে দেশের জার্সিতে দাপটের সঙ্গে খেলেছিলেন। সচিন তেন্ডুলকরের সঙ্গে একই সঙ্গে ২২ গজে কেরিয়ারের পথ চলা শুরু করলেও ধীরে ধীরে হারিয়ে গিয়েছিলেন। বিশৃঙ্খল জীবনযাপন ও মদ্যপান তাঁকে শেষ করে দিয়েছে। এছাড়াও ব্যক্তিগত জীবনেও বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন। এর আগেও বেশ কয়েকবার রিহ্যাবে গিয়েছিলেন। কিছুদিন আগে সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁকে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। হাসপাতাল থেকে কাম্বলির কথামতো তিনি যেন যোদ্ধার মতো লড়াই করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেই কামনাই করছেন তাঁর সকল অনুরাগীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হঠাৎই বন্ধ মাইক! আরসিবির নাম করে খোঁচা সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের