মুম্বই: মাস খানেক আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি। অসুস্থ শরীরের কার্যত হাঁটতেই পারছেন না, এমন অবস্থায় দেখা যায় প্রাক্তন ক্রিকেটারকে। যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সচিন তেন্ডুলকরও। গোটা ভারতীয় ক্রিকেট মহলই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। কী করে হল কাম্বলির এমন দশা? কেমন আছেন কাম্বলি?
অবশেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে নিজেই আপডেট দিলেন মুম্বইয়ের প্রাক্তন তারকা। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমি বেঁচে রয়েছি। সম্পূর্ণ সুস্থ ও ফিট রয়েছি। তিন নম্বরে ব্যাটিং করার জন্য প্রস্তুত। শিবাজি পার্কে নামলে এখনও স্পিনারদের বল মাঠের বাইরে ফেলতে পারি। যেমন আগেও করতাম।'
ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সরে থাকার পর সচিনের উদ্যোগেই কোচ হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন কাম্বলি। সচিনের সঙ্গে ক্রিকেট ক্লিনিকও খুলেছিলেন। তবে অগাস্ট মাসের শুরুতে একটি ভিডিও দেখে চমকে গিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। বিনোদ কাম্বলিকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। তাঁর হাঁটাচলায় সমস্যা।
সেই ভিডিও নজর এড়ায়নি বাল্যবন্ধুদেরও। উৎকণ্ঠা গ্রাস করেছিল কাম্বলির দুই বাল্যবন্ধু - রিকি ও মার্কাস কুটোকে। যাঁরা একসঙ্গে ক্রিকেটও খেলেছেন। মার্কাস পরে প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিংও করেছেন। দুই কুটো ভাই মিলে বান্দ্রার জুয়েল কো অপারেটিভ সোশ্যাইটির আবাসনের পাঁচতলায় কাম্বলির ফ্ল্যাটে হাজির হয়েছিলেন। তাঁরাই দেখে এসেছেন, কেমন আছেন কাম্বলি।
১১ বছর আগে, ২০১৩ সালে মুম্বইয়ে গাড়ি চালানোর সময়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কাম্বলি। তার পর থেকে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। গত বছর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল বলেও খবর। ২০২৩ সালে স্ত্রী আন্দ্রেয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তাঁর।
বরাবরের বিতর্কিত চরিত্র। একটা সময় বলা হতো, ক্রিকেটীয় মুন্সিয়ানায় তিনি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সমকক্ষ। দুজনেরই শিক্ষাগুরু একজনই। প্রবাদপ্রতিম কোচ রমাকান্ত আচরেকর। কিন্তু সচিন যখন নিষ্ঠার সঙ্গে শৃঙ্খলার মিশেলে নিজের ক্রিকেটীয় মেধাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, কাম্বলি (Vinod Kambli) উশৃঙ্খল জীবন যাপনে নিজের ক্রিকেটীয় প্রতিভাকে বিসর্জন দিয়েছিলেন কার্যত।
আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা