নয়াদিল্লি: দেড় মাসেরও অধিক সময়ের বিরতি। বছরের সেই শুরুর দিকে শেষ জাতীয় দলের তারকাদের দেশের মাঠে খেলতে দেখেছিলেন ভারতীয় দর্শকরা। তবে এই মাসেই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ় (IND vs BAN) খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। সেই সিরিজ়েই কিন্তু বিরাট কোহলির (Virat Kohli) সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে।
বিরাট কোহলির মাঠে নামা মানেই নিত্যনতুন কোনও না কোনও রেকর্ড ভাঙ্গাগড়া। ওপার বাংলার দলের বিরুদ্ধেও 'কিং কোহলি' একাধিক ব্যক্তগত মাইলফলক তো স্পর্শ করতেই পারেন, পাশাপাশি কিন্তু তিনি ডন ব্র্যাড্যানকেও পিছনে ফেলতে পারেন। বিরাট কোহলির দখলে বর্তমানে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯টি শতরান করার কৃতিত্ব রয়েছে। তিনি এই সিরিজ়ে আর একটি সেঞ্চুরি হাঁকালেই ডন ব্র্যাডম্যানের টেস্ট সেঞ্চুরির রেকর্ড পিছনে ফেলে দেবেন।
বিরাট কোহলি নয় হাজার টেস্ট রানের গণ্ডি পার করার থেকে আর মাত্র ১৫২ রান দূরে। তিনি দুই টেস্টের সিরিজ়়ে ১৫২ রান করে ফেলবেন, এই প্রত্যাশা রয়েছে তাঁর থেকে। তবে তিনি ৩২ রান করলেই কিন্তু চেতেশ্বর পূজারাকে পিছনে ফেলে দেবেন। পূজারা বাংলাদেশের বিরুদ্ধে মোট ৪৬৮ রান করেছেন। কোহলির সামনে তাঁকে পিছনে ফেলার হাতছানি রয়েছে। তবে অবিশ্বাস্য মনে হলেও ৩০টি হাফসেঞ্চুরি করা কোহলি কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কোনও টেস্ট হাফসেঞ্চুরি করেননি। তিনি টেস্টে টাইগারদের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান করার লক্ষ্যে থাকবেন।
বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন বিরাট। তবে দ্বীপরাষ্ট্রে তিনি একেবারেই তেমন রান পাননি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ে নিঃসন্দেহে বিরাট বড় রান করতে মুখিয়ে থাকবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রাজস্থান রয়্যালসের কোচ হয়েছেন দ্রাবিড়, এবার কি কেকেআরের মেন্টর হচ্ছেন কুমার সাঙ্গাকারা?