ব্রিসবেন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট (Ind vs Aus 3rd Test)। সেই ম্যাচ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগেই গাব্বা টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) জানান গত ম্যাচ থেকে তাঁরা নিজেদের একাদশে মাত্র একটি বদলই ঘটাচ্ছেন।
পারথে পরাজিত হওয়ার পর অ্যাডিলেডে দুরন্ত জয়ে সিরিজ়ে ফিরেছে অস্ট্রেলিয়ান দল। তবে অ্যাডিলেডে চোটের কারণে খেলতে পারেননি জশ হ্যাজেলউড। আপাতত তিনি ফিট। আর ফিট হয়েই অস্ট্রেলিয়ান একাদশেও ফিরলেন তারকা ফাস্ট বোলার। হ্যাজেলউডের প্রত্যাবর্তনে দল থেকে বাদ পড়তে হল স্কট বোল্যান্ডকে। তিনি দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিলেও, একাদশে নিজের জায়গা হারালেন বোল্যান্ড।
ব্রিসবেন টেস্টের দল ঘোষণা করতে গিয়ে কামিন্স জানান হ্য়াজেলউড সম্পূর্ণ ফিট এবং তিনি নেটে বোলিংও করেছেন। কামিন্স বলেন, 'জশ দলে ফিরছে। গতকাল ও অনেকক্ষণ বোলিং করেছে। অ্যাডিলেডেও (নেটে) বোলিং করেছে। ও এবং মেডিক্যাল দল উভয়েই (ফিটনেসের বিষয়ে) বেশ আত্মবিশ্বাসী।'
হ্যাজেলউডের জায়গা অ্যাডিলেডে একাদশে সুযোগ পেয়ে বেশ ভাল বোলিং করেছিলেন স্কট বোল্যান্ড। পাঁচটি উইকেটও নিয়েছিলেন। তাঁর বাদ পড়াটা হতাশাজনক হলেও, এখনও অনেক ক্রিকেট বাকি আছে বলেই জানান ক্যাপ্টেন কামিন্স। 'ওকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল। অ্যাডিলেডে দারুণ বল করেছিল ও। যখনই সুযোগ পায়, তখনই পাকফর্ম করে। ওর সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যজনকই বটে। তবে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। কোনও না কোনও সময়ে দলে ও সুযোগ না পেলে আমি অবাকই হব।' বলেন কামিন্স।
ভারতের হয়ে কিন্তু এই ম্যাচে আবার রোহিত শর্মাকে ওপেন করতে দেখতে পাওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী ব্রিসবেনে রোহিতকে নতুন বলের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের বিরুদ্ধে নতুন বলে ব্যাট করতে দেখা যায় রোহিতকে। এই অনুশীলনই ভারতীয় দলের অধিনায়কের ওপেনিংয়ে প্রত্যাবর্তনের স্পষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। শেষমেশ রাহুল না রোহিত কে ওপেন করবেন, সেটাও দেখার বিষয় হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মিডল অর্ডারে ব্যর্থ, ব্রিসবেনে তৃতীয় টেস্টে ফের ওপেনিংয়ে ফিরছেন রোহিত শর্মা?