নয়াদিল্লি: সাধারণত অত্যন্ত শান্ত স্বভাবের বলেই পরিচিত যশপ্রীত বুমরা (jasprit bumrah)। তবে বিমানবন্দের এক সমর্থকের কর্মকাণ্ডে মেজাজ হারালেন ভারতের তারকা ক্রিকেটার। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Continues below advertisement

ভাইরাল ভিডিওতে দেখা যায় বুমরা বিমানবন্দরে চেক ইনের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। তখনই তাঁর পাশে দাঁড়ানো এক অনুরাগী তাঁকে জিজ্ঞেস না করেই তাঁর সঙ্গে সেলফি তোলার প্রচেষ্টা করেন। বুমরা প্রাথমিকভাবে সেই ব্যক্তিকে মানা করেন। তবে তাতেও কাজের কাজ কিছুই হয়নি। এরপরেই ভারতীয় ক্রিকেটার ক্ষুব্ধ হয়ে সেই সমর্থকদের হাত থেকে ফোন ছিনিয়ে নেন। তারপর ফোন পাশে ছুড়ে ফেলেও দেন বুমরা।

 

Continues below advertisement

প্রসঙ্গত উল্লেখ্য বুমরা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে খেলেননি। তিনি পারিবারিক প্রয়োজনে দল বাড়ি ফিরে গিয়েছেন বলেই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল। তাঁর বদলে হর্ষিত খেলেছিলেন সেই ম্য়াচ। বুমরা পরবর্তীতে সিরিজ়ে কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেই নিয়ে পরে আপডেট দেওয়া হবে বললেও বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বুমরা প্রসঙ্গে তাঁর সতীর্থ শিবম দুবেকে বলতে শোনা যায়, 'আমি যতদূর জানি, যতদূর শুনতে পেরেছি, তাতে ও এই ম্য়াচের আগে ফিরে আসছে। আমি জানি যে বুমরা এই ম্যাচের জন্য উপলব্ধ রয়েছেন। তবে সত্যি বলতে আমি ১০০ শতাংশ নিশ্চিত হয়ে কিছু বলতে পারব না।'

দুবে সংশয়ে থাকলেও শেষমেশ বুমরা কিন্তু সেই ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দেন। তাঁর লখনউয়ে অনুশীলন করার না না ছবি দেখা যায়। তবে দুর্ভাগ্যবশত বুমরা ফিরলেও, লখনউয়ে ম্যাচই আয়োজন করা যায়নি। ঘন কুয়াশার কারণে সেই ম্যাচ বাতিল হয়। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লর হোমগ্রাউন্ডে বাতিল ম্যাচ। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই হতাশ সমর্থকেরা। 

এই ঘটনার পরে রাজীব শুক্লকে জানান পরবর্তীতে ডিসেম্বরের ১৫ থেকে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে উত্তর ভারতে কোনও ম্য়াচ আয়োজিত করা যায় কি না, সেই নিয়ে বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেবে। তিনি ANI-কে এক সাক্ষাৎকারে বলেন, 'কুয়াশার জন্য ম্যাচ বাতিল করতে হয়েছে। লোকজন স্বাভাবিকভাবেই এই ঘটনায় হতাশ। ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে উত্তর ভারতে ম্য়াচ আয়োজন করা যায় কি না, সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব যাতে প্রয়োজনে সেই সময়ের ম্যাচগুলি দক্ষিণ বা পশ্চিম ভারতে স্থানান্তরিত করা যায়। ঘরোয়া ম্য়াচগুলিতেও তো এই কুয়াশার কারণে প্রভাব পড়ছে। এটা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।'