মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) খারাপ পারফরম্য়ান্সের প্রভাব পড়েছে দলের ফলাফলেও। ২ তারকা ক্রিকেটার একেবারেই অবদান রাখতে পারেননি দলের জন্য। ১০ বছর পর বর্ডার গাওস্কর ট্রফিও হাতছাড়া করতে হয়েছে। বিরাটের ঝুলিতে গোটা সিরিজে ১৯১ রান। আর রোহিতের ঝুলিতে মাত্র ৩১ রান। প্রাক্তন ক্রিকেটাররাও বলছেন দুই তারকাকে ঘরোয়া ক্রিকেটে খেলতে। ভারতীয় দলের  বর্তমান ও প্রাক্তন অধিনায়ক শেষ কবে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন জানেন? কেমন ছিল তাঁদের পারফরম্য়ান্স?


বিরাট কোহলি শেষবার রঞ্জি ট্রফি খেলেছিলেন আজ থেকে ১৩ বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাটের ২০০৮ সালে। আর ২০১২ সালে শেষবার দিল্লির জার্সিতে রঞ্জি ম্য়াচ খেলেছিলেন কিং কোহলি। শেষ রঞ্জি ম্য়াচে বিরাট দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪ ও ৪২ রান। অন্য়দিকে রোহিত শর্মা ২০১৫ সালে, অর্থাৎ প্রায় ১০ বছর আগে শেষবার রঞ্জি ম্য়াচ খেলেছিলেন মুম্বইয়ের হয়ে। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলার কথা যদি হয় তবে রোহিত ২০১৮ সালে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন। আর বিরাট কোহলি ২০১৩ সালে এনকেপি সালভে ট্রফিতে খেলেছিলেন। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে আর দেখা যায়নি ভারতীয় ক্রিকেট দলের ২ মহাতারকাকে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্য়ান্সের পর নতুন বছরে এখনও পর্যন্ত আদৌ বিরাট ও রোহিত ঘরোয়া ক্রিকেট খেলবে কি না তা ঠিক নেই। দুজনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্যও করা হয়নি। তবে সঞ্জয় মঞ্জরেকরের মত ব্যক্তিত্বও বলেছেন যে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে যদি দুজনকে ভাল পারফর্ম করতে হয়, তবে তার আগে কাউন্টি ক্রিকেট খেলা উচিৎ তাঁদের।


গত এক দশকের ওপরে রোহিত ও বিরাট দুজনেই ভারতীয় ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্তের সঙ্গী ও কারণ। এমনকী গত ওয়ান ডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুজনের ব্য়াট দারুণ চলেছিল। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই দুজনে ফ্লপ। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে দল জিতলেও দুজনের ব্যাটে রান ছিল না। তবে নির্বাচকরা ধীরে চলো নীতি নিতে চাইছে রোহিত ও বিরাটের জন্য। আপাতত সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি তো অবশ্যই এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজেও ২ জনকে রেখেই দল সাজানোর পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।