বঢোদরা: বিরাট কোহলি মানেই বক্সঅফিস, অনবদ্য, অবিশ্বাস্য কিছু। বিরাট কোহলি (Virat Kohli) মানেই আবার ধারাবাহিকতাও বটে। এই ধারাবাহিকতায় ভর করেই দীর্ঘদিন বিশ্বক্রিকেটকে শাসন করেছেন 'কিং কোহলি'। কেরিয়ারের একেবারে শেষ ভাগে এসেও ফের একবার কোহলির সেই ধারাবাহিকতাই নজরে পড়ছে।

Continues below advertisement

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ওয়ান ডেতে খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। কোহলির ভবিষ্যৎ নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে তারপর থেকে যেন প্রতিটি ইনিংসে সমালোচকদের জবাব দিচ্ছেন বিরাট। নাগাড়ে সাত সাতটি ইনিংসে অর্ধশতরানের গণ্ডি পার করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে তিনি অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে দুই শতরানের পাশাপাশি এক অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এমনকী বিজয় হাজারে ট্রফিতেও এক শতরান ও এক অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে।

এবার সপ্তাহান্তে বঢোদরায় কোহলির ব্যাট থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে (IND vs NZ) এল ফের এক অনবদ্য ইনিংস এল। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও, ৯১ বলে ৯৩ রানের ইনিংসে খেলেন কোহলি। এই ইনিংসের সুবাদেই কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রাহক হয়ে গেলেন। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি। সাঙ্গাকারা ৬৬৬ ইনিংসে ২৮০১৬ রান করেছিলেন। কোহলি ৬২৪ ইনিংসেই সেই রানের গণ্ডি পার করে ফেললেন। টেস্টে কোহলির সংগ্রহ ৯২৩০ রান, আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে কোহলি ৪১৮৮ রান করেছেন। তবে রানের নিরিখে ওয়ান ডেতেই তিনি সফলতম। তিনি এই ফর্ম্যাটে ১৪৬৪৭ রান করেছেন।

Continues below advertisement

 

বর্তমানে কোহলির সামনে রানের নিরিখে কেবল একজনই এগিয়ে। তিনি অবশ্যই সচিন তেন্ডুলকর। সচিন ৭৮২ ইনিংসে ৩৪, ৩৫৭ রান করেছেন। আপাতত মাত্র এক ফর্ম্যাট খেলা কোহলির ক্ষেত্রে সচিনের এই মোট রানের রেকর্ড ভাঙা কিন্তু কার্যত অসম্ভবই মনে হচ্ছে। 

এদিনই আবার সচিনের দীর্ঘদিনের ওপেনিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়েরও এক রেকর্ড ভাঙলেন কোহলি। সৌরভকে পিছনে ফেলে বিরাটই এখন ভারতের হয়ে পঞ্চম সর্বাধিক ওয়ান ডে ম্যাচ খেলা ক্রিকেটার। সৌরভ মোট ৩১১টি ওয়ান ডে ম্যাচ খেললেও, তিনটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের হয়ে, ৩০৮টি ভারতের হয়ে। আজ বিরাট ৩০৯টি ওয়ান ডে খেলে সৌরভকে পিছনে ফেললেন। মোটের ওপর সপ্তাহান্তে বঢোদরায় বিরাটের রাতটা ঐতিহাসিকই কাটল।