নয়াদিল্লি: সদ্যই ওয়েস্ট ইন্ডিজ় সফর শেষ হয়েছে। সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023)। ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজ়ের অংশ ছিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ওয়ান ডে ম্যাচের পর আর খেলেনওনি। তবে এশিয়া কাপের কথা মাথায় রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন ভারতের মহাতারকা কোহলি। 


৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এ বছরের এশিয়া কাপ টুর্নামেন্ট। সেই লক্ষ্যেই বিরাট প্রস্তুতি শুরু করে দিলেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জিমে কসরত করার একটি ছবি নিজের স্টোরিতে পোস্ট করেছেন বিরাট কোহলি। হাসিমুখে জিমে দাঁড়িয়ে কোহলি ছবিটি তুলে তাঁর ক্যাপশনে লেখেন, 'খুশির জায়গা।' প্রসঙ্গত, টুর্নামেন্টের জন্য ভারতীয় (Indian Cricket Team) স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। তবে সেই স্কোয়াডে যে কোহলির নাম থাকবে, তা ধরে নেওয়াই যায়। বিশ্বকাপ এগিয়ে আসছে, তাই এশিয়া কাপ মেগা টুর্নামেন্টের আগে ভারতীয় দলের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ। স্বাভাবিকভাবেই তাই এই টুর্নামেন্টে কোহলির ফর্মের দিকেও নজর থাকবে।




হাইব্রিড মডেলে এই টুর্নামেন্টটি খেলা হবে। ভারত নিজেদের সবকয়টি ম্যাচই শ্রীলঙ্কায় খেলবে। টিম ইন্ডিয়া টুর্নামেন্টের গ্রুপ 'এ'-তে রয়েছে। ভারতের পাশাপাশি পাকিস্তান ও নেপাল একই গ্রুপে রয়েছে। গ্রুপ 'বি'-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ভারতীয় দল নিজেদের এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু করতে চলেছে। ক্যান্ডিতে এই ম্যাচটি আয়োজিত হবে। একই মাঠে দিন দু'য়েক পর, ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধেও মাঠে নামবে টিম ইন্ডিয়া। ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে। 


গত বারের এশিয়া কাপে ভারত ফাইনালেও উঠতে পারেনি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। তাই এবার সেই হতাশা ঝেড়ে ফেলে খেতাব জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত।


প্রসঙ্গত, টুর্নামেন্ট শরুর আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে উচ্ছ্বসিত হতে পারেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং শুরু করেছেন দীর্ঘদিন চোটের কারণে দলের বাইরে থাকা দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার। গোটা দু'য়েক অনুশীলন ম্যাচ খেলবেন তাঁরা। এই সপ্তাহেই অনুশীলন ম্যাচগুলি খেলার কথা রাহুল ও শ্রেয়স আইয়ারের। সেই ম্যাচদু'টি থেকে জাতীয় নির্বাচকদের একটা স্পষ্ট ধারণা হতে পারে ম্যাচ পরিস্থিতিতে দু'জনে কেমন পারফর্ম করছেন, কতটা সাড়া দিচ্ছে তাঁদের শরীর। সেই বুঝে এশিয়া কাপের দলে তাঁদের জায়গা পাওয়া বা না পাওয়া নির্ভরশীল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: প্র্যাক্টিস ম্যাচ খেলবেন রাহুল-শ্রেয়স, এশিয়া কাপের দলে রাখা হবে?