বেঙ্গালুরু: সামনেই এশিয়া কাপ। যে টুর্নামেন্টের দল নির্বাচন হবে দিন কয়েকের মধ্যে। তারপরই ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে কি সম্পূর্ণ সেরে উঠেছেন কে এল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)?
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে উচ্ছ্বসিত হতে পারেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। কারণ, ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং শুরু করেছেন দুই তারকা। গোটা দুয়েক প্র্যাক্টিস ম্যাচ খেলবেন তাঁরা।
গত ২১ জুলাই বিবৃতি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, রাহুল ও আইয়ার - দুই ব্যাটারই নেটে ব্যাটিং শুরু করেছেন। বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, আপাতত দুজনের স্ট্রেংথ ও ফিটনেসের কসরত চলছে। তাঁদের উন্নতি দেখে সন্তোষজনক মনে হয়েছে বিশেষজ্ঞদের। এবার তাঁদের প্রস্তুতির সূচি আরও কঠোর করা হবে। দ্রুত পুরোদমে প্র্যাক্টিস শুরু করবেন দুই ব্যাটার।
ঋষভ পন্থের ফিটনেস আপডেটও দিয়েছে বোর্ড। ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, দ্রুত উন্নতি করছেন ঋষভ পন্থ। নেটে ব্যাটিং ও কিপিং - দুইই শুরু করেছেন। তাঁর জন্য বিশেষ ফিটনেস সূচি তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্ট্রেংথ ও ফ্লেক্সিবিলিটি ড্রিল ও দৌড়। সেই সূচি মেনেই চলছে পন্থের মাঠে ফেরার লড়াই।
আরও পড়ুন: নেহরার দুধের গ্লাস ফাঁকা করে দিতেন বীরু! ভারতীয় দলের কৃপণতম ক্রিকেটার কে ছিলেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন