বেঙ্গালুরু: ব্যাট হাতে রান পাননি। মাত্র ০ রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তরুণ ও'রুর্কের বলে ক্যাচ আউট হয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯ বলই ক্রিজে থাকার সুযোগ পেয়েছেন কিং কোহলি। তবে রান না পেলেও টেক্কা দিলেন প্রাক্তন বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই কোহলি ধোনির থেকে এগিয়ে গেলেন। সামনে শুধু সচিন (Sachin Tendulkar)।


ভারতের হয়ে সর্বাধিক ম্য়াচ খেলার নিরিখে এখন ধোনিকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিরাট। টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্য়াচ মিলে মোট ৫৩৬ ম্য়াচ ভারতের হয়ে খেলতে নামলেন বেঙ্গালুরু টেস্ট ধরলে। সেখানে ধোনি দেশের জার্সিতে মোট ৫৩৫ ম্য়াচ খেলেছেন তিন ফর্ম্য়াট মিলিয়ে। এই বিষয়ে অবশ্য অনেকটাই এগিয়ে আছেন সচিন তেন্ডুলকর। কিংবদন্তি ভারতীয় ব্যাটার দেশের জার্সিতে মোট ৬৬৪ ম্যাচ খেলেছেন তাঁর দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে।


তালিকায় পঞ্চম স্থানে আছেন রাহুল দ্রাবিড়। তিনি ভারতের হয়ে মোট ৫০৪ ম্য়াচ খেলেছেন। রোহিত শর্মা পঞ্চম স্থানে থেকে ৪৮৬ ম্য়াচ খেলেছেন। তালিকায় ষষ্ঠ স্থানে আছেন কিংবদন্তি প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি মোট ৪৩৩ ম্য়াচ খেলেছেন। তালিকায় সাত নম্বরে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বাংলার কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ৪২১ ম্য়াচ খেলেছেন দেশের জার্সিতে। 


এদিকে, চিন্নাস্বামীতে লজ্জার রেকর্ড গড়ল ভারত। দেশের মাটিতে সর্বনিম্ন ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে গেল রোহিত বাহিনী। টস জিতে চিন্নাস্বামীতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে তাঁর এই সিদ্ধান্তই বুমেরাং হয়ে ফিরে এল। রোহিত নিজেই বড় শট মারতে গিয়ে দুই রানে আউট হন। তারপর থেকে ব্যাটাররা কার্যত এলেন আর গেলেন। ১৪ বছর পর প্রথমবার ১০ রানে ঘরের মাঠে তিন উইকেট হারাল ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে তাঁরাও মাত্র ২১ রানের পার্টনারশিপই যোগ করতে পারেন। পন্থকেও ২০ রানে ফেরান ম্যাট হেনরি। শেষমেশ অ্যাডিলেডের ৩৬ রানের লজ্জার রেকর্ড পার করলেও, ৫০ রানের গণ্ডি পার করতে পারল না টিম ইন্ডিয়া। মাত্র ৪৬ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস।