নয়াদিল্লি: আন্তর্জাতিক টি-টােয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup 2024) জয়ের পরই এই সিদ্ধান্ত নেন কিং কোহলি (Virat Kohli)। গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে (South Africa) টুর্নামেন্টের ফাইনালে ৭ রানে হারিয়ে দেয় ভারত (Indian Cricket Team)। সেই ম্য়াচেই ৭৬ রানের ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কারও জেতেন বিরাট। ম্য়াচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই বিরাট জানিয়ে দিয়েছিলেন যে এটাই ছিল তাঁর শেষ টি-টোয়েন্টি। আর প্রাক্তন ভারত অধিনায়কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। ছোটবেলায় যাঁর কাছে ক্রিকেটের হাতেখড়ি বিরাটের। ছাত্রের টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয় কথা বলতে গিয়ে রাজকুমার বলছেন, ''বিরাট যে সিদ্ধান্তটা নিয়েছে এটা অনেক বড় সিদ্ধান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ও। ফাইনালে ম্য়াচের সেরাও হয়েছে। এরপরই এতবড় মঞ্চ থেকেই এভাবে ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছে। এটাই তো দুর্দান্ত সময়। ও চেয়েছে তরুণ প্রজন্মের ক্রিকেটার উঠে আসুক এবার দলে।''
রাজকুমার আরও বলেন, ''এটা দারুণ একটা সিদ্ধান্ত। এর ফলে ও আরও বেশি করে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে পারবে। টেস্ট ক্রিকেটকে বারবার প্রাধান্য দিয়ে এসেছে বিরাট। এই ফর্ম্যাটে আরও বেশি ভাল পারফর্ম করতে চায় কোহলি। আমি মনে করি টেস্টে ও যদি মনোনিবেশ করে তবে ত দেশের জন্যই ভাল হবে। ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে চাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য। দলের সঙ্গে জড়িয়ে থাকা সব সাপোর্ট স্টাফ, নির্বাচক ও সর্বোপরি বিসিসিআইকে শুভেচ্ছা জানাই এই সাফল্যের জন্য়। অনেকদিন ধরেই আইসিসি ট্রফির খোঁজে ছিলাম আমরা। অবশেষে তা ঘরে এল।''