নয়াদিল্লি: ভারতীয় বোর্ডের তরফে বহু আগেই বার্তা দেওয়া হয়েছিল কোনও খেলোয়াড় উপলব্ধ থাকলে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই মতো হালে বিরাট কোহলিকে (Virat Kohli) রঞ্জি ট্রফি খেলতে দেখা গিয়েছিল। এবার ফের একবার তিনি ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে চলেছেন। ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) কোহলিকে খেলতে দেখা যাবে।
আপাতত ভারতের হয়ে কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট খেলতে ব্যস্ত। দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কোহলি কেবল ওয়ান ডেতেই খেলেন। সেই কারণেই তাঁকে আসন্ন বিজয় হাজারেতে খেলতে দেখা যাবে কি না, সেই নিয়ে না না জল্পনা-কল্পনা চলছিল। শেষমেশ তাতে কার্যত সিলমোহর পড়ল। দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি অরুণ জেটলির বক্তব্য ধরে পিটিআই এমনটাই রিপোর্টে জানাচ্ছে।
পিটিআইকে রোহন জেটলি জানান, 'ওঁ বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য নিজের সম্মতি দিয়েছেন। তবে কয়টা ম্যাচে ওঁ খেলবেন, সেটা এখনও নিশ্চিত নয়। ওঁর থাকাটা তো নিঃসন্দেহেই দিল্লি সাজঘরের জন্য দারুণ একটা উপলব্ধি হতে চলেছে।'
ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সর্বাধিক শতারান করা ক্রিকেটার হালেই নিজের ৫২তম ওয়ান ডে সেঞ্চুরিটি হাঁকিয়েছেন। সেই ফর্ম নিয়েই এবার ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। সেই ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার বিজয় হাজারেতে খেলেছিলেন কোহলি। তার দেড় দশক পর ফের একবার এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে কিং কোহলিকে।
তবে তার আগে বুধবার রায়পুরে কোহলিসহ গোটা ভারতীয় দলই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে মাঠে নামছে। রবিবাসরীয় রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) প্রথম ওয়ান ডেতে দুরন্ত শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ভারতীয় সমর্থকরা কোহলির সেই ফর্ম অব্যাহত থাকুক এমনটারই আশা করছে। বুধবার সেই লক্ষ্যেই দ্বিতীয় ওয়ান ডেতে মাঠে নামবেন বিরাটসহ গোটা ভারতীয় দল। তার আগে রায়পুরে পৌঁছে গেলেন কোহলি, রাহুল, রোহিতরা।
সেখানে হোটেলে পৌঁছতেই কোহলিকে ঘিরে যে উন্মাদনা দেখা গেল, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ৩৭ বছর বয়সি মহাতারকা ক্রিকেটার হোটেলে ঢুকতেই একঝাঁক মানুষ তাঁকে ঘিরে ধরে। তবে তারা প্রাপ্ত বয়স্ক নয়, তারা হল একদল কচিকাচা। সকলের হাতেই ছিল লাল গোলাপ। কোহলিকে কার্যত ঘিরে ধরে সকলেই সেই লাল গোলাপ তাঁর হাতে তুলে দেন। কচিকাচাদের এই ভালবাসা যে কোহলিকে কতটা আনন্দিত করেছে. তা তাঁর হাবভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়।