নয়াদিল্লি: দিনকয়েক আগেই সকলকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর এই সিদ্ধান্তে কেউ কেউ যেমন হতাশ, কেউ কেউ আবার বিস্মিত। তবে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে পারেন বলে মনে করছেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক।
অস্ট্রেলিয়ার তারকা প্রাক্তনী মাইকেল ক্লার্ক (Michael Clarke) দাবি করেন ভারতীয় দল যদি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে ৫-০ স্কোরলাইনে পরাজিত হয়, তাহলে কোচ ও নির্বাচকরা কোহলির সঙ্গে কথা বললে, তিনি কিন্তু আবার টেস্টে ফিরতে পারেন। কোহলির আইপিএল জয়ের পর মন্তব্যের দিক ইঙ্গিত করেই ক্লার্ক এমনটা দাবি করেন।
আইপিএল জয়ের পর কোহলি দাবি করেন 'এই জয়টা দারুণ, তাও বলব এটা টেস্ট ক্রিকেটের থেকে পাঁচগুণ কম।' এই মন্তব্যের ভিত্তিতেই মাইকেল ক্লার্ক সম্প্রতি এক পডকাস্টে বলেন, 'আমি বিশ্বাস করি ভারতীয় দল যদি ইংল্যান্ডে ফ্লপ করে এবং উদাহরণস্বরূপ ধরা গেল ওরা ৫-০ পরাজিত হল। তাহলে আমার মনে হয় অনুরাগীরা সকলেই চাইবেন কোহলি অবসর ভেঙে আবার টেস্ট ক্রিকেটে ফিরে আসে।'
তিনি আরও যোগ করেন, 'আমার সত্যিই মনে হয় ওকে যদি অধিনায়ক ও নির্বাচকরা বলে, সমর্থকদের সমর্থনে ভর করে ভারতীয় দল ইংল্যান্ডে বড় ব্যবধানে হারলে, আমার মনে হয় ও ফিরবে। ও তো এখনও টেস্ট ক্রিকেটকে ভীষণ ভালবাসে। আমার মতে ওই বাক্য বাছাই, ও কথাগুলির মাধ্য়মেই টেস্ট ক্রিকেটের প্রতি ওর ভালবাসাটা বোঝানোর জন্য যথেষ্ট।'
প্রসঙ্গত, আইপিএল জিতে আনন্দে আত্মহারা হন কোহলি। তবে তারপরেই বেঙ্গালুরুতে ফিরে সেলিব্রেশনের মাঝেই ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে কোহলিদের ঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এতেই পদপিষ্ট হয়ে ১১জন মারা যান, আহত হন ৪৭।
এবার সেই ঘটনায় খোদ বিরাট কোহলির বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কুবন পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচ এম বেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যিনি একজন স্থানীয় সমাজকর্মী। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলেও পুলিশ সূত্রে খবর। আলাদা করে কোহলির নামে এফআইআর না-ও নিতে পারে পুলিশ।