নয়াদিল্লি: এক যুগ পরে ফের একবার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024-25) ফিরতে চলেছেন তিনি। রেলওয়েজের বিরুদ্ধে দিল্লি রঞ্জি দলের হয়ে মাঠে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই নিয়ে চারিদিকে ইতিমধ্যেই হইচই। সেই ম্যাচের আগে অরুন জেটলি স্টেডিয়ামে দিল্লি রঞ্জি দলের হয়ে অনুশীলনেও নেমে পড়েছেন বিরাট।
২০১২ সালে গাজিয়াবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার বিরাট কোহলিকে দিল্লির হয়ে রঞ্জি খেলতে দেখা গিয়েছিল। তারপর দীর্ঘ অপেক্ষার পর আবার যেখান থেকে শুরু করেছিলেন, সেই রঞ্জি ক্রিকেটেই ফিরছেন তিনি। বিরাট আগেভাগেই দলের কর্তাদের জানিয়ে দিয়েছিলেন যে তিনি মঙ্গলবার থেকে দিল্লির অনুশীলনে নামবেন। সেইমতোই 'কিং কোহলি'-কে মঙ্গলবার সকাল সকাল কোটলায় বাকি দিল্লি দলের সঙ্গে দেখা যায়। অনুশীলনের পাশাপাশি চলে খোশমেজাজে আড্ডা, গা গরম করতে ফুটবলও খেলেন তিনি। স্বাভাবিকভাবেই ক্যামেরা তাঁর দিকেই তাক করেছিল। রিপোর্ট অনুযায়ী কোহলিকেই নাকি রেলওয়েজের বিরুদ্ধে এই ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল। তবে তিনি তা নাকচ করে দেন।
গত ম্যাচে দিল্লির হয়ে খেলেছিলেন ভারতীয় দলের আরেক নিয়মিত সদস্য ঋষভ পন্থ। তবে পন্থ এই ম্যাচে নেই। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে রেলওয়েজের বিরুদ্ধে আয়ুষ বাদোনিকেই দিল্লির অধিনায়কত্ব করতে দেখা যাবে। পন্থের বিশ্রাম সম্পর্কে এক ডিডিসিএ কর্তা বলেন, 'সেই সেপ্টেম্বরে দলীপ ট্রফি থেকে পন্থ ঘরোয়া ক্রিকেট খেলছেন। বিগত সাড়ে তিন মাসে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ওঁ। চ্যাম্পিয়ন্স ট্রফি তো এসেই গেল। সেই কথা মাথায় রেখেই ওঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সাদা বলের সিরিজ়ের জন্য ওঁ নিজেকে প্রস্তুত করতে পারেন।'
তবে কোহলি চোট সারিয়ে ফিরছেন। দিল্লির হয়ে আগের ম্যাচেই খেলার কথা ছিল তাঁর। তবে ঘাড়ের ব্যথার জন্য সেই ম্যাচে খেলেননি তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভারতের বিপর্যয়ের পরই ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য বোর্ডের চুক্তিবদ্ধ সমস্ত ক্রিকেটারকে নির্দেশ পাঠানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে মুম্বইয়ে কোহলিকে দেখা গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ ও অধুনা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানে প্র্যাক্টিস করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রয়েছেন কোহলি। নাগপুরে ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচ ৬ ফেব্রুয়ারি। রঞ্জি ট্রফির পরের ম্যাচ শেষ হবে ২ ফেব্রুয়ারি। রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ খেলে তারপর জাতীয় শিবিরে যোগ দেবেন কোহলি।
আরও পড়ুন: চার বছর পর প্রত্যাবর্তন এবি ডিভিলিয়ার্সের, কোন টুর্নামেন্টে খেলবেন তিনি?