সিডনি: কেরিয়ারে প্রথমবার পরপর দুই ওয়ান ডে ম্যাচে শূন্য রান আউট হয়েছিলেন বিরাট কোহলি। তাঁর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অনেকেই তাঁকে অবসর নেওয়ার জন্য খোঁচাও দিচ্ছিলেন। তবে তিনি ফিরলেন আর ফিরলেন একবারে রাজকীয় মেজাজে। সিডনিতে দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেললেন বিরাট কোহলি। আর এই ইনিংসের সুবাদেই তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেললেন। 

Continues below advertisement

প্রথম দুই ম্যাচে কোহলি রান না পাওয়ার প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে সিডনিতে ৮১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসে কোহলি প্রমাণ করে দিলেন 'ক্লাস ইজ় পারমানেন্ট'। এই ৭৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেলে দিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। রানের বিচারে কোহলি সচিনকেও টপকে গেলেন। কোহলিই বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে কোহলির রানসংখ্যা দাঁড়াল ১৮৪৪৩। সচিনে সেখানে আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেটে মোট ১৮৪৩৬ রান করেছেন।  

 

Continues below advertisement

অবশ্য ওয়ান ডে রানের বিচারে সচিনের থেকে এখনও অনেকটা পিছিয়ে রয়েছেন কোহলি। তবে সাঙ্গাকারাকে পিছনে ফেললেন তিনি। কোহলিই বর্তমানে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ান ডে রানের বিচারে 'কিং কোহলি'র সামনে শুধু 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকর। এই ইনিংসেই আবার প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডেতে রান তাড়া করতে নেমে কোহলি ছয় হাজার রানের গণ্ডিও পার করে ফেললেন। প্রথম দুই ম্যাচে হতাশাজনক পারফরম্য়ান্সের পর সিডনিতে যে কোহলি জ্বলে উঠলেন, তা কিন্তু বলাই বাহুল্য।

কোহলির সেঞ্চুরির জন্য বোর্ডে যথেষ্ট রান ছিল না। তবে তাঁর বহু যুদ্ধের সঙ্গী রোহিত শর্মা কিন্তু অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন। বয়স বাড়লেও এখনও যে তিনি ফুরিয়ে যাননি, তার প্রমাণ দিয়েছিলেন অ্য়াডিলেডেই। অর্ধশতরান হাঁকিয়েছিলেন। সেদিনও সুযোগ ছিল। কিন্তু শতরান মিস করেছিলেন। এদিন আর ভুল করলেন না রোহিত শর্মা। সিডনিতে নিজের পয়া মাঠেই ওয়ান ডে কেরিয়ারের ৩৩তম শতরানটি হাঁকিয়ে ফেললেন হিটম্য়ান। ১০৪ বলের ইনিংসে হাঁকালেন ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা। ম্যাচ শেষে ১২১ রানে অপরাজিত থেকেই ক্রিজ ছাড়েন 'হিটম্যান'।