লন্ডন: একটা সময় মনে করা হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনিই হবেন ভারতীয় দলের (India vs England Test Series) প্রধান ব্যাটার। তবে সকলকে হতবাক করে দিয়ে আইপিএল চলাকালীন টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দল যখন ইংল্যান্ড সফরে রয়েছে, তখন কোহলিও রয়েছেন ইংল্যান্ডে। সেখানেই তিনি বাড়ি কিনেছেন। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহের দেওয়া এক বিশেষ গালা ডিনারে হাজির হয়েছিলেন কোহলি। সেখানে তাঁর টেস্ট থেকে অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাট। সঙ্গে তিনি বলেন যে, তিনি দু'দিন আগেই তাঁর দাড়িতে কালো রং করিয়েছেন। এই অনুষ্ঠানে ক্রিস গেল, রবি শাস্ত্রী এবং কেভিন পিটারসেনও উপস্থিত ছিলেন।
টেস্ট অবসর নিয়ে বিরাট কোহলি কী প্রতিক্রিয়া দিলেন?
অনুষ্ঠানে যুবরাজ সিংহের সঙ্গে ক্রিস গেল, কেভিন পিটারসেন এবং রবি শাস্ত্রী মঞ্চে ছিলেন। বিরাট কোহলি প্রথমে মঞ্চে ছিলেন না, পরে তিনিও মঞ্চে বাকি তারকাদের সঙ্গে যোগ দেন। অনুষ্ঠানের পরের অংশে 'মিট অ্যান্ড গ্রিট' বিভাগ হয়, যেখানে গৌরব কপূর সঞ্চালনা করেন এবং কোহলির সামনে তাঁর টেস্ট অবসরের কথা তোলেন।
টেস্ট ক্রিকেট থেকে অবসরের প্রশ্ন শুনে বিরাট কোহলি হেসে বলেন, "আমি দু'দিন আগে আমার দাড়ি কালো করেছি। যখন আপনাকে চার দিন অন্তর দাড়ি কালো করতে হয়, তখন বুঝতেই পারেন যে, সময় হয়ে গিয়েছে।"
রবি শাস্ত্রীর প্রশংসায় কী বললেন কোহলি
কোহলি প্রাক্তন ক্রিকেটার এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন এবং তাঁর ভূয়সী প্রশংসা করেন বিরাট। তিনি মনে করেন যে, শাস্ত্রীর সমর্থন না থাকলে হয়তো তাঁর টেস্ট কেরিয়ার তেমন হতো না, যেমনটা নিয়ে তিনি অবসর নিতে পেরেছেন।
কোহলি বলেন, "সত্যি বলতে, রবি ভাইয়ের সঙ্গে কাজ না করলে হয়তো টেস্ট ক্রিকেটে আমার সঙ্গে যা হয়েছে, তা সম্ভব হতো না। রবি ভাই যেভাবে প্রেস কনফারেন্সে আমাকে সমর্থন করেছেন, তেমনটা খুব কম দেখা যায়। তিনি আমার যাত্রাপথের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।"
কোহলি কবে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন?
কোহলি ১২ই মে, ২০২৫-এ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণার ঠিক আগে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এর আগে তিনি আন্তর্জাতিক টি ২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। টেস্টে কিছুদিন ধরেই তিনি ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন। তাঁর শেষ আন্তর্জাতিক সিরিজ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
যদিও সেই সিরিজের পরে তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন, তিনি রঞ্জি ট্রফির ম্যাচে খেলেছিলেন, কিন্তু সেখানেও ব্যর্থ হন। কোহলির আগে ৭ই মে রোহিত শর্মাও টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এখন কোহলি এবং রোহিত শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাটে খেলবেন।