নাগপুর: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই দীর্ঘদিন পরে আবারও সীমিত ওভারের ক্রিকেটে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। লাল বলের ক্রিকেটে তাঁর ফর্ম নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। তবে ভিন্ন ফর্ম্যাটে, ঘরের মাঠে কি জ্বলে উঠবেন কোহলি? এই প্রশ্নই এখন সবার মুখে মুখে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় (IND vs ENG) শুরুর আগে ইতিমধ্যেই নাগপুরে পৌঁছে গিয়েছে গোটা ভারতীয় দল। শুরু হয়েছে অনুশীলনও। রোহিত, বিরাট, শুভমনরা সকলেই টিম ইন্ডিয়ার নেট সেশনে ঘাম ঝরাচ্ছেন। সেই ফাঁকেই বিরাটের এক ছবি ভাইরাল। কোহলি অনুশীলনের ফাঁকেই একবার নিজের টি-শার্টটা উপরে তোলেন। ঠিক যেমন তাঁর প্রতিটি মুভই ক্যামেরাবন্দি করা হয়, তেমনভাবেই এটিও ক্যামেরাবন্দি হয়। ক্যামেরায় কোহলির সিক্স প্যাক অ্যাবস দেখা যায়। মুহূর্তেই সেই ছবি হু হু করে ভাইরাল হয়।

 

 

এমনিতেই কোহলির ফিটনেস প্রশ্নাতীত। ভারতীয় দলের ফিটনেসের স্তর বৃদ্ধি করার কৃতিত্ব তাঁকেই দেন বহু বিশেষজ্ঞ। সেই কোহলির ফিটনেসের আরও এক নিদর্শন দেখা গেল এই ভাইরাল ছবিতে। বয়স ৩৬ পার করলেও, তাঁর ফিটনেস যে এখনও একেবারে শীর্ষস্তরের, তা বলাই বাহুল্য।  

বিরাট কোহলির সামনে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ়ে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। কোহলি এই সিরিজ়ে ১৪ হাজার ওয়ান ডে আন্তর্জাতিক রান পূরণ করতে পারেন। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হিসাবে ১৪ হাজার রান করে ফেলতে পারেন ৩৬ বছরের তারকা। এর আগে যে রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে যে নজির গড়েছেন সচিন। সেটা ছিল সচিনের সাড়ে তিনশোতম ম্যাচ। 

এই মুহূর্তে কোহলির ঝুলিতে ওয়ান ডে ক্রিকেটে ১৩৯০৬ রান রয়েছে। ২৮৩ ওয়ান ডে খেলেছেন তিনি। ৫৮.১৮ ব্যাটিং গড়ে রান করেছেন। সুতরাং, সচিনের বেশ খানিকটা কম সময়ে এই মাইলফলক স্পর্শ করতে পারেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষেই কি 'কিং' 'মাস্টার ব্লাস্টার'-কে পিছনে ফেলবেন? সেই দিকে কিন্তু সকল ক্রিকেটপ্রেমীরই নজর থাকবে। 

আরও পড়ুন: শুধু বিরাট নন, ইংল্যান্ডের বিরুদ্ধে সচিনের রেকর্ড ভাঙার হাতছানি রোহিতের সামনেও