নাগপুর: অস্ট্রেলিয়ার মাটিতে বিপর্যয়ের পর সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দেখা যায়নি তাঁকে। কারণ, টি-২০ বিশ্বকাপ জেতার পরই ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানান তিনি। তবে সেই বিরাট কোহলিকে (Virat Kohli) ফের মেন ইন ব্লু শিবিরে দেখা যাবে। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে ভারতের। সেই সিরিজে অংশ নিতে ইতিমধ্যেই নাগপুরে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন কোহলি।
আর সেই সিরিজে দারুণ এক কীর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হিসাবে ১৪ হাজার রান করে ফেলতে পারেন ৩৬ বছরের তারকা। এর আগে যে রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে যে নজির গড়েছেন সচিন। সেটা ছিল সচিনের সাড়ে তিনশোতম ম্যাচ। পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন সচিন। সেই সঙ্গে পেরিয়ে গিয়েছিলেন ১৪ হাজার রানের মাইলফলক। যদিও ডাকওয়ার্থ লুইস নিয়মে সেই ম্যাচে সাত রানে হেরে যায় ভারত।
এই মুহূর্তে কোহলির ঝুলিতে ওয়ান ডে ক্রিকেটে ১৩৯০৬ রান রয়েছে। ২৮৩ ওয়ান ডে খেলেছেন তিনি। ৫৮.১৮ ব্যাটিং গড়ে রান করেছেন। ৯৩.৫৪ স্ট্রাইক রেটে রান করেছেন। ৫০টি সেঞ্চুরি রয়েছে কিংগ কোহলির। সঙ্গে ৭২টি হাফসেঞ্চুরি। তবে গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রান পাননি বিরাট। ৩ ম্যাচে ৫৮ রান করেন মাত্র। ১৯.৩৩ গড়ে। তিন ম্যাচে তাঁর রান ছিল যথাক্রমে ২৪, ১৪ ও ২০। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর আর মাত্র তিনটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন বিরাট।
ওয়ান ডে বিশ্বকাপে সচিনের আরও একটি নজর ভেঙে দিয়েছিলেন কোহলি। ক্রিকেটের এই ফর্ম্যাটে ৪৯টি সেঞ্চুরি ছিল মাস্টার ব্লাস্টারের। যা বিশ্বরেকর্ড ছিল। বিশ্বকাপেই সেই নজির স্পর্শ করেন কোহলি। ভেঙেও দেন সেই টুর্নামেন্টেই। কোহলিই এখন ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরির মালিক।
ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রান
সচিন তেন্ডুলকর - ৩৫০ ইনিংসে
কুমার সঙ্গকারা - ৩৭৮ ইনিংসে
যদিও ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন বিরাট। ছন্দ খুঁজে পেতে মরিয়া তিনি। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন কোহলি। তারপর থেকে আর রান পাননি। ফর্মে ফিরতে প্রায় ১৩ বছর পর রঞ্জি ট্রফির ম্যাচ খেলেন কোহলি। দিল্লির হয়ে রেলওয়েজের বিরুদ্ধে সেই ম্যাচেও রান পাননি। হিমাংশু সাঙ্গওয়ানের বলে বোল্ড হয়ে যান।
আরও পড়ুন: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?