নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে বিরাট কোহলির (Virat Kohli) নাম অবশ্যই থাকবে। দেশ, পরিবেশ, প্রতিপক্ষ যাই হোক না কেন, ধারাবাহিকভাবে ব্যাট হাতে পারফর্ম করেছেন বিরাট কোহলি। গোটা বিশ্বজুড়ে তাঁর ভক্তসংখ্যার কমতি নেই। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সেখানে কোহলির ভক্ত না থাকাটাই অস্বাভাবিক। কোহলির প্রতি তাঁর ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার ভক্তের প্রতি কোহলির ব্যবহার নজর কাড়ল।


সম্প্রতি কোহলির সঙ্গে এক অনুরাগী সেলফি তোলার আবদার করেন। তবে ভারতীয় তারকা ক্রিকেটার তাড়াহুড়োতে থাকায় তাঁর কাছে সেলফি তোলার সময় ছিল না। তবে কোহলি যাওয়ার আগে সেই অনুরাগীকে কথা দিয়ে যান যে পরের বার অর্থাৎ ২৩ অগাস্ট ভারতীয় দলের (Indian cricket team) হয়ে এশিয়া কাপ খেলতে উড়ে যাওয়ার আগে তাঁর সঙ্গে অবশ্যই সেলফি তুলবেন। সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। প্রসঙ্গত, ৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। (Asia Cup) ভারতে আয়োজিত বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট মেগা ইভেন্টের জন্য টিম ইন্ডিয়ার প্রস্তুতি সারার সুযোগ করে দেবে।


 






প্রসঙ্গত, কিছুদিন আগেই এক সমীক্ষায় জানানো হয় বিরাট কোহলি সোশ্যাল মিডিয়া মাধ্যম ইনস্টাগ্রামে পোস্টপিছু ১১ কোটিরও অধিক অর্থ পান। তাঁকে সমীক্ষা অনুযায়ী প্রকাশিত প্রথম ২০ জনের রাখা হয়। তবে সেই খবর কোহলি নিজেই নস্যাৎ করে দিয়েছেন। তিনি শনিবার, ১২ অগাস্ট একটি এক্স করে স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে, ইনস্টা থেকে তাঁর উপার্জন সংক্রান্ত খবরটি একেবারেই সঠিক নয়।


কোহলি এক্সে লিখেছেন, ‘যদিও আমি জীবনে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ এবং ঋণী। কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন নিয়ে যে খবর ছড়াচ্ছে, সেটা সঠিক নয়।’ শিডিউলিং টুল হুপার এইচকিউ-এর তথ্য অনুসারে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পর ইনস্টাগ্রামে পোস্ট থেকে উপার্জনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট। কিলিয়ান এমবাপে, নেমারের মতো বিশ্ব বিখ্যাত ফুটবলাররাও ইনস্টায় কোহলির আয়ের থেকে পিছিয়ে বলে জানায় ওই সংস্থা। ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ার্স সংখ্যা ২৫৬ মিলিয়ন। ক্রীড়াবিদদের মধ্যে ফলোয়ার্স সংখ্যায় মেসি-রোনাল্ডোর ঠিক পিছনে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: পন্টিংকে বোকা বানিয়েছিলেন, আম্পায়ারদের জন্য ডিনারের ব্যবস্থা করে দিতেন সহবাগ!