নয়াদিল্লি: মাঠে হোক বা মাঠের বাইরে, তিনি রঙিন চরিত্র। ম্যাচে প্রবল চাপের পরিস্থিতিতে তিনি গান গাইতেন। আবার ভয়ঙ্করতম পেসারকে আপার কাট মেরে থার্ডম্যানের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে ফেলে দিতেন।
তিনি বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও একইরকম মজার মানুষ হয়ে থেকে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু পোস্ট করা মানেই তাতে মিশে থাকবে হাস্যরসের উপাদান। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তাঁকে নিয়ে শুনিয়েছিলেন এক মজার কাহিনি। বলেছিলেন, ক্রিজে গিয়ে সহবাগকে যদি জিজ্ঞেস করতাম, বীরু উইকেট ক্যায়সা হ্যায়? অবধারিতভাবে জবাব আসত, পাটা হ্যায় দাদা। কোনও পিচই নাকি তাঁর মনে ভয়ডর তৈরি করতে পারত না।
সেই বীরেন্দ্র সহবাগ এবার নিজে শুনিয়েছেন কেরিয়ারের এক মজার কাহিনি। এক সাক্ষাৎকারে বীরুকে প্রশ্ন করা হয়েছিল, কোনওদিন আম্পায়ারকে ঘুষ দিয়েছেন? সহবাগ মজা করে বলেন, 'ফিল্ডিং করার সময় আমি আম্পায়ারদের সঙ্গে কথা বলতাম। মজা করে জিজ্ঞেস করতাম, কিছু দরকার আছে কি না বলুন। আমি ব্যবস্থা করে দিতে পারি কারণ ভারতে আমি সুপারস্টার। কোনও কোনও আম্পায়ার বলতেন, হ্যাঁ ভাল ডিনার করতে চাই। আমি ব্যবস্থা করে দিতাম। রেস্তোরাঁ মালিককে ফোন করে বলে দিতাম, টাকা নিও না, উনি আম্পায়ার। সেটিং হয়ে যেত।'
সহবাগ শুনিয়েছেন আরও এক মজার গল্প। বলেছেন, 'একবার আমি মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯০ রানে ব্যাটিং করছিলাম। আসাদ রউফ ছিলেন আম্পায়ার। আমি একটা কাট মারতে গিয়েছিলাম। ব্যাটের কানায় বল লাগার আওয়াজ মোহালির ড্রেসিংরুম পর্যন্ত শোনা গিয়েছিল। মোহালিতে খুব বেশি ভিড় হয় না। তাই হইহল্লা কম হয়। কটাক করে আওয়াজ হয়েছিল। আম্পায়ার বললেন, নট আউট। রিকি পন্টিং আমার দিকে দৌড়ে এসেছিল। বলেছিল, তোমার ব্যাটের কানায় লেগেছে? আমি বলেছিলাম, হ্যাঁ, লেগেছে। আমাকে তখন বলল, কেন তুমি নিজে থেকে বেরিয়ে গেলে না? বললাম, আমি কোনওদিনই মাঠ ছেড়ে নিজে বেরিয়ে যাই না। কেন আমাকে বলছো? যাও আম্পায়ারকে বলো।'
তারপর? সহবাগ বলেছেন, 'রিকি তারপর আম্পায়ারের কাছে গিয়ে বলে, সহবাগ বলছে বল ওর ব্যাটের কানায় লেগেছে। তখন আসাদ রউফ রিকি পন্টিংকে নিয়ে আমার কাছে আসে। জিজ্ঞেস করে, বল তোমার ব্যাটের কানায় লেগেছে? আমি বলি, না, ও মিথ্যে কথা বলছে।' তাজ্জব হয়ে গিয়েছিলেন পন্টিং।
মাঠে এমনই মজার চরিত্র ছিলেন সহবাগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন