নয়াদিল্লি: তাঁর হাতেই ক্রিকেটের হাতেখড়ি বিরাট কোহলি। গোটা বিশ্ব তাঁর নাম জেনেছে কিং কোহলির ব্যাটিং বিক্রমের সৌজন্যে। তিনি রাজকুমার শর্মা। বিরাট কোহলির ছোটবেলার কোচ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় থেকে বিরাটের গত ১৭ বছরের ক্রিকেট কেরিয়ারের প্রতি মুহূর্তের সঙ্গী। সেই রাজকুমার শর্মা তাঁর প্রিয় ছাত্রের টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত আবেগে ভাসলেন। 

নিজের সোশ্যাল মিডিয়া পােস্টে বিরাটের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে রাজকুমা লেখেন, ''একটা ছোট্ট ছেলে, যার চোখে মুখে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। ধীরে ধীরে লাল বলের ফর্ম্য়াটে রাজত্ব তৈরি করেছিল। তোমার পুরো সফরটা একটা অসাধারণ মুহূর্ত। তোমাকে বেড়ে উঠতে দেখা, তোমার লড়াই, নেতৃত্ব দেওয়া, আর সবাই অনুপ্রেরণা জোগানো আমার জীবনের অন্যতম সেরা আনন্দ। টেস্ট ক্রিকেট তোমার আগ্রাসন নিঃসন্দেহে মিস করবে। তোমার সঙ্গে এই সফরে কাটানো প্রতিটা মুহূর্তের জন্য সৌভাগ্যবান আমি। বিরাট, তোমার জন্য আমি গর্বিত।''

 

উল্লেখ্য, আজ থেকে ১৪ বছর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট অভিষেক। রোহিত শর্মার মতোই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেছিলেন কোহলি। পরের ১৪ বছরে ১২৩ টেস্টে ৪৬.৮৫ ব্যাটিং গড়ে ৯২৩০ রান করেছেন কোহলি। যার মধ্যে ৬৮ টেস্টে তিনি চিলেন দলের অধিনায়ক। দেশের জার্সিতে খেলার পর বিভিন্ন সময়ে রাজকুমার শর্মার কথা উল্লেখ করেছিলেন বিরাট। এমনকী ছোটবেলার কোচকে অনেক উপহারও দিয়েছিলেন কিং কোহলি। দিল্লিতে খেলা থাকলে বা আরসিবি দিল্লিতে খেলতে এলে অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাটের খেলা দেখতে যান রাজকুমার শর্মা। সেখানেও কোচের পায়ে প্রণাম করে তাঁর আশীর্বাদ গ্রহণ করতে দেখা গিয়েছে কোহলিকে বারবার। 

বিরাটের অবসরে কী বললেন সচিন?

নিজের সোশ্য়াল মিডিয়ায় সচিন বলেন, ''আজ তোমার টেস্ট ক্রিকেট থেকে অবসরের সময়ে আমার ১২ বছর আগের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। আমার শেষ টেস্টের একটা মুহূর্ত মনে পড়ে যাচ্ছে আমার। তুমি আমাকে তোমার জীবনের বিশেষ একটি জিনিস আমাকে উপহার হিসেবে দিতে চেয়েছিলে। যা তোমার বাবার স্মৃতিবিজরিত। তোমার এতটা ব্যক্তিগত একটা জিনিস তুমি আমাকে দিয়ে দিচ্ছিলে। আমি নিয়েওছিলাম। কিন্তু আজ আমার তোমাকে পাল্টা উপহার দেওয়ার মত কিছু নেই। তবে এটা মাথায় রাখবে আমার হৃদয়ের ভালবাসা সবসময় থাকবে তোমার জন্য।''