অ্যান্টিগা: ঘরের মাঠে এবারর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। অনেকেই বলেছিল যে নিশ্চিতভাবেই অন্যতম ফেভারিট দল হিসেবেই খেলবে তারা। বিশেষ করে এই ফর্ম্য়াটে তো ক্য়ারিবিয়ান ক্রিকেটারা বেশ ভয়ঙ্কর। কিন্তু দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সুপার এইটে নিজেদের শেষ ম্য়াচে হারের সঙ্গে সঙ্গেই বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। সেমির দরজা খোলেনি। বিদায় নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে টুর্নামেন্ট থেকে। তবে শেষ ম্য়াচে বল হাতে সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক্তন ক্যারিবিয়ান ডোয়েন ব্র্যাভোকে টেক্কা দিয়ে রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সোমবারের ম্য়াচে রেজা হেন্ড্রিক্স ও কুইন্টন ডি কক দুই প্রোটিয়া ওপেনারকেই ফিরিয়ে দেন রাসেল। শুরুতেই দু জনকে একই ওভারে তুলে নিয়ে একটা বড় ধাক্কা দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। যদিও ম্য়াচ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ডি কককে ফেরানোর সঙ্গে সঙ্গেই ক্যারিবিয়ান সুপারস্টার রাসেল টেক্কা দিলেন ডোয়েন ব্র্যাভোকে। ডানহাতি অলরাউন্ডার ব্র্যাভোই এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক ছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে ২৭ উইকেট। আজকের ম্য়াচে নামার আগে পর্যন্ত রাসেলের ঝুলিতেও ছিল ২৭ উইকেট। আজ দুটো উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাভোকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে আসেন কেকেআর তারকা।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ওভারের স্পেলে ১৯ রান খরচ করে ২ উইকেট নেন রাসেল।
ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। প্রথমে ব্য়াটিং করতে নেমে ১৩৫ রানের বেশি বোর্ডে তুলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ। ব্য়াট হাতে একমাত্র নজরকাড়া পারফরম্য়ান্স দেখা যায় রস্টন চেজের। তিনি ৪২ বলে ৫২ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে শুরুতে একটু ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ২ ওভারে ১২ রানের বিনিময়ে তাঁদের যখন ২ উইকেট হারিয়ে বসে, তখন বৃষ্টি নামে। খেলা বেশ কিছুক্ষণ স্থগিত ছিল। পরে ডি এল এস মেথডে লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৭ ওভারে ১২৩। সেই রান তাড়া করতে নেমেও নাকানিচোবানি খাচ্ছিল প্রোটিয়া ব্যাটিং অর্ডার। রস্টন চেজ দুর্দান্ত বোলিং করে ২ উইকেট তুলে নেন। কিন্তু শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ছক্কা হাঁকিয়ে প্রোটিয়াদের ম্য়াচ জেতান মার্কো ইয়েনসন।