মুম্বই: মুম্বই টেস্টের পরই সোশ্য়াল মিডিয়ায় তাঁদের নিয়ে সোচ্চার হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) লাল বলের ফর্ম্য়াট থেকে অবসর নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। গোটা ঘরোয়া মরশুমে খারাপ পারফরম্য়ান্স রয়েছে ২ অভিজ্ঞ ব্যাটারেরই। রোহিত তো আবার অধিনায়কও দলের। সিরিজ হারের বাড়তি লজ্জায় মুখ ঢেকেছেন তিনি। বিরাটের গোটা বছরে নেই কোনও শতরানের ইনিংস। এই পরিস্থিতিতে আগামী অস্ট্রেলিয়া সিরিজই কিন্তু হতে পারে তাঁদের ২ জনের শেষ টেস্ট সিরিজ। অন্তত কিউয়িদের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর সূত্র তেমনই বলছে। 


এই মুহূর্তে ভারতীয় দলের চার অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, যাঁরা তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের একেবারে সায়াহ্নে রয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। সূত্রের খবর, চারজনের মধ্যে ২ জনের পারফরম্য়ান্সের দিকে কড়া নজর রাখা হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজে হারের পরই নির্বাচক প্রধান অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার মধ্যে বৈঠক হয়েছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড সূত্র জানিয়েছেন, ''নিউজিল্যান্ড সিরিজের সময়ই অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছিল। আগামী ১০ নভেম্বর দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দেবে। এই পরিস্থিতিতে এখন কোনও কিছু বদল সম্ভব নয়। এই নিয়ে কিছু ভাবনা চিন্তা হচ্ছে না এখন। তবে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত জায়গা করে নিতে না পারে, তবে একটা বিষয় পরিষ্কার যে চারজন সিনিয়র ক্রিকেটার পাকাপাকিভাবে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পাবেন না। সেক্ষেত্রে হয়ত ঘরের মাঠে চার সিনিয়র ক্রিকেটার একসঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই খেলে ফেলেছেন।'' উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত।


বিরাট অন্যদিকে চলতি বছর ৬ টেস্টে ১২ ইনিংসে ২৫০ রান করেছেন। গড় ২২.৭২। চলতি ঘরোয়া মরশুমে ২টো শতরান ও দুটো অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত। সর্বোচ্চ ১৩১। কিন্তু গড় মাত্র ২৯.৪০। বিরাট তাঁর দশ ইনিংসে একটি মাত্র অর্ধশতরানের ইনিংস খেলেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৭০। গড় মাত্র ২১.৩৩। ঘরের মাঠে ৫ টেস্টে ১০ ইনিংসে বিরাটের সংগ্রহ ১৯২ রান। তাঁর গড় ২১.৩৩। বর্ডার-গাওস্কর ট্রফিতে পাঁচটি টেস্টে চ্যালেঞ্জ হতে চলেছে কিং কোহলির জন্য। ২২ নভেম্বর থেকে শুরু অগ্নিপরীক্ষা।