মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছিল টেস্ট সিরিজে। এরপরই ছিল ভারত সফর। স্বাভাবিকভাবেই চাপ ছিল বিশাল। খাতায় কলমে যে কোনও সময় লঙ্কা বাহিনীর থেকে অনেক অনেক বেশি শক্তিশালী টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। কিন্তু সিরিজ শুরুর পর তিন ম্য়াচ ধরে যা হল, তা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তো অবশ্যই কোথাও না কোথাও অবাক করে দিয়েছে কিউয়ি শিবিরকেও। একটা-আধটা ম্য়াচ জয় নয়। তিন ম্য়াচের সিরিজে তিনটি ম্যাচই জয়। ভারতের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করল কিউয়ি ব্রিগেড। ইতিহাসের পাতায় নাম লিখিয়েও যেন নিজেদের সাফল্য বিশ্বাসই করতে পারছেন না কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham)। যিনি আবার এই সিরিজ থেকেই পাকাপাকি কিউয়ি টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আর প্রথম সিরিজেই বাজিমাত করলেন।


মুম্বই টেস্টেও জয়ের পর সাংবাদিক বৈঠকে এসে ল্যাথাম বলেন, ''এই সিরিজে যা হল। আমরা যে পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে আছি, তা শুধুমাত্র হয়ত স্বপ্নেই ভাবতে পারতাম আমরা। এটা সত্যি হবে কোনওদিন ভাবিনি। ছেলেরা দারুণ খেলেছে তিনটি ম্য়াচ ধরেই। বেঙ্গালুরুতে পেসাররা দায়িত্ব নিয়েছিল। বাকি দুটো টেস্টে স্পিনাররা। আজাজ মুম্বইয়ের মাঠে বল করতে সবসময় ভালবাসে। মাঠ ও আবহাওয়ার সঙ্গে দ্রুত আমরা মানিয়ে নিতে পেরেছি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের সময়টা একেবারেই ভাল যায়নি। এরপর ভারত সফর চ্যালেঞ্জিং ছিলই। এরপর এভাবে সিরিজ জয়। সত্যিই দুর্দান্ত অনুভূতি। আমি আমার ছেলেদের জন্য গর্বিত।''


মুম্বই টেস্টে বল হাতে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নিয়েছেন আজাজ পটেল। ব্যাট হাতে দুই ইনিংসেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন উইল ইয়ং। গ্লেন ফিলিপসও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ব্যাটে-বলে। ম্য়াচ ২৫ রানে হেরে যায় ভারত। 


এদিকে, সিরিজ হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা পুরো দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ''আমরা প্রচুর ভুল করেছি এবং সেটা মেনে নিতে হবে। (আগের ম্যাচগুলিতে) প্রথম ইনিংসে আমরা তেমন রান তুলতে পারিনি। এখানে ৩০ রানের লিড নিয়ে আমাদের মনে হয়েছিল আমরাই ম্য়াচে এগিয়ে এবং আমাদের লক্ষ্যটাও এমন কিছু কঠিন ছিল না। যদিও নিঃসন্দেহে আমাদের এখানে আরও ভাল করার প্রয়োজন ছিল।''


আরও পড়ুন: ঘরের মাঠে গোটা মরশুমে জঘন্য় পরিসংখ্যান, বিরাট-রোহিতেরও লজ্জায় মাথা হেঁট হবে